হাওড়া-গুয়াহাটির দূরত্ব কমল...! মালদহের বুকে 'বন্দে ভারত স্লিপারের' উদ্বোধন আজ, তুমুল গতিতে ছুটবে হাই স্পিড ট্রেন
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
১৭ ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল ঝাড়খণ্ডের কলাইকুন্ডা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে দুপুর একটা নাগাদ মালদহ শহরের ঝলঝলিয়া এলাকায় লক্ষণ সেন স্টেডিয়ামে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে গাড়িতে করে সোজা চলে যাবেন মালদহ টাউন স্টেশনে, সেখানেই বন্দে ভারত, অমৃত ভারত সহ ১০ টি ট্রেন রাজ্যবাসীকে উপহার দেবেন।
advertisement
1/7

হাওড়া থেকে গুয়াহাটি ১৪ ঘণ্টায়, মালদহে বন্দে ভারত স্লিপারের উদ্বোধন। মালদহে বন্দে ভারত, অমৃত ভারত সহ ১০টি ট্রেন উপহার দেবেন প্রধানমন্ত্রী। তার আগে মালদহ টাউন স্টেশনে তুঙ্গে প্রস্তুতি।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/7
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেশন চত্বর। মোতায়েন করা হয়েছে স্নিফার ডগ, অতিরিক্ত আরপিএফ ও পুলিশ। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মালদহ টাউন স্টেশনে হাজির রেল বোর্ডের চেয়ারম্যান অর্থাৎ সিইও সতীশ কুমার।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/7
১৭ ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল ঝাড়খণ্ডের কলাইকুন্ডা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে দুপুর একটা নাগাদ মালদহ শহরের ঝলঝলিয়া এলাকায় লক্ষণ সেন স্টেডিয়ামে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে গাড়িতে করে সোজা চলে যাবেন মালদহ টাউন স্টেশনে, সেখানেই বন্দে ভারত, অমৃত ভারত সহ ১০ টি ট্রেন রাজ্যবাসীকে উপহার দেবেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/7
উদ্বোধনের আগে এদিন মালদহ টাউন স্টেশন চত্বরে প্রস্তুতি খতিয়ে দেখেন রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার ও মালদহ রেলওয়ে ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা। আরপিএফ রক্ষীদের পুরো স্টেশন চত্ত্বরে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের সমস্ত পরিকাঠাম খতিয়ে দেখা হচ্ছে শেষ বারের মতো।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/7
রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার জানান, "১৭ জানুয়ারি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে মালদহ টাউন স্টেশন। প্রধানমন্ত্রীর হাত দিয়ে সবুজ পতাকা দেখিয়ে একজোড়া প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হবে মালদহ টাউন স্টেশন থেকে। পাশাপাশি আরও একাধিক বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেন উদ্বোধন করা হবে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/7
হাওড়া থেকে শুরু করে হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার এবং আসামের বনগাগাঁও ও কামরূপ মেট্রোপলিটান জেলার গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
7/7
সপ্তাহে ছয় দিন চলবে এই ট্রেন। একসঙ্গে ৮২৩ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন এই ট্রেনে। সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিবেগ রয়েছে এই ট্রেনে। মাত্র ১৪ ঘণ্টায় হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছে যাওয়া যাবে এই ট্রেনে করে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
হাওড়া-গুয়াহাটির দূরত্ব কমল...! মালদহের বুকে 'বন্দে ভারত স্লিপারের' উদ্বোধন আজ, তুমুল গতিতে ছুটবে হাই স্পিড ট্রেন