TRENDING:

Indian Railway: শনি ও রবিতে বাতিল একাধিক ট্রেন! কোন কোন রুটে চলবে না কোন ট্রেন? বাড়ি থেকে বেরোনোর আগে জানুন

Last Updated:
Train Cancel: রেললাইনের নিরাপত্তা ও পরিষেবা উন্নত করতেই এই সংস্কারমূলক কাজ করা হচ্ছে। যাত্রীদের আগেভাগেই ট্রেনের তথ্য জেনে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
advertisement
1/7
শনি ও রবি, ২ দিনে বাতিল একাধিক ট্রেন! আদ্রা ডিভিশনে কোন কোন রুটে চলবে না কোন ট্রেন?
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: রেললাইনে সংস্কার ও উন্নয়নমূলক কাজের জন্য আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। শনি এবং রবি, এই দুই দিনে একাধিক ট্রেন বাতিলের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানাল রেল৷
advertisement
2/7
আগামী শনিবার, ৩১ জানুয়ারি এবং রবিবার, ১ ফেব্রুয়ারি এই ট্রেনগুলি চলাচল করবে না। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানান হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। যাত্রীরা যাতে এই দু'দিন কোনও অসুবিধায় না পড়ে তার জন্য আগে থেকেই বিজ্ঞপ্তি জারি করেছে রেল।
advertisement
3/7
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ জানুয়ারি বাতিল থাকবে—১৮০৩৫/১৮০৩৬ খড়্গপুর–হাতিয়া–খড়্গপুর এক্সপ্রেস, ১২৮৮৫/১২৮৮৬ শালিমার–ভোজুডিহ–শালিমার এক্সপ্রেস, ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা–মেদিনীপুর–আদ্রা মেমু, ৬৮০৭৭/৬৮০৮৮ আদ্রা–ভগা–আদ্রা মেমু, ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা–বরাভূম–আদ্রা মেমু, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল–আদ্রা–আসানসোল মেমু এবং ১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর–এনএসসিবি গোমোহ–চক্রধরপুর মেমু এক্সপ্রেস।
advertisement
4/7
এছাড়াও, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি—দু’দিনই বাতিল থাকবে ৬৮১০৫/৬৮১০৮ মাসাগ্রাম–বাঁকুড়া–মাসাগ্রাম মেমু ট্রেন। রেল সূত্রে জানা গেছে, কয়েকটি ট্রেনের যাত্রাপথেও পরিবর্তন আনা হয়েছে।
advertisement
5/7
বিষ্ণুপুর–ধানবাদ–বাঁকুড়া মেমু ট্রেনটি ৩১ জানুয়ারি আদ্রা স্টেশনেই যাত্রা শেষ করবে। অন্যদিকে, ওই দিন টাটানগর–আসানসোল মেমু ট্রেনটি গড়ধ্রুবেশ্বর–জয়চণ্ডী পাহাড় রুট দিয়ে চলবে। একইভাবে, আসানসোল–পুরুলিয়া মেমু ট্রেনটিও জয়চণ্ডী পাহাড়–গড়ধ্রুবেশ্বর পথেই চলবে।
advertisement
6/7
এছাড়া খুড়দা রোড ডিভিশনেও বেশ কিছু ট্রেন বাতিল থাকছে বলে জানানো হয়েছে। ফলে সপ্তাহান্তে যাত্রীদের বেশ কিছুটা ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে। 
advertisement
7/7
তবে দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, রেললাইনের নিরাপত্তা ও পরিষেবা উন্নত করতেই এই সংস্কারমূলক কাজ করা হচ্ছে। যাত্রীদের আগেভাগেই ট্রেনের তথ্য জেনে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railway: শনি ও রবিতে বাতিল একাধিক ট্রেন! কোন কোন রুটে চলবে না কোন ট্রেন? বাড়ি থেকে বেরোনোর আগে জানুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল