TRENDING:

IMD Weather Update: অপরিবর্তিত হুগলির পারদ! বাড়ছে গরম, বেলা বাড়তেই নাজেহাল জনজীবন, শীত কি ফিরবে জেলায়? জানুন আবহাওয়ার মেগা আপডেট

Last Updated:
IMD Weather Update: হুগলিতে তাপমাত্রার পারদ অপরিবর্তিত। কমছে না গরম। আগামী কয়েকদিন হুগলির আবহাওয়া কেমন থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা আছে কি না, জেনে নিন আবহাওয়া দফতরের পূর্বাভাস।
advertisement
1/5
অপরিবর্তিত হুগলির পারদ! বাড়ছে গরম, বেলা বাড়তেই নাজেহাল জনজীবন, শীত কি ফিরবে জেলায়?
গতকাল বৃহস্পতিবার ঠিক যেমন আবহাওয়া ছিল হুগলিতে, একই রকম আবহাওয়া বজায় রয়েছে শুক্রবার। যদিও গত কালকের তুলনায় শুক্রবার হাওয়ার মাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে।
advertisement
2/5
দিন কয়েক আগেই হুগলির সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমেছিল। যে কারণে কনকনে শীতের আমেজ উপভোগ করার সুযোগ পেয়েছিলেন জেলার বাসিন্দারা। চলতি বছর টানা বেশ কয়েকদিন ধরেই কনকনে শীতের আমেজ বজায় ছিল হুগলির মতো জেলায়। তবে এবার সেই পরিস্থিতির বদল লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতর শুক্রবার আবহাওয়া সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, এদিন গতকালকের মতোই হুগলির সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রার পারদের কোনও ফারাক নেই এদিন। যদিও গতকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল তা জানায় নি আবহাওয়া দফতর।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হুগলির আবহাওয়া আগামী কয়েক দিন শুষ্ক থাকবে। কুয়াশার সম্ভাবনা নেই। পাশাপাশি আবহাওয়ায় সেই রকম কোনও ফারাক আগামী কয়েক দিন লক্ষ্য করা যাবে না।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ সামান্য হলেও বৃদ্ধি পাবে হুগলিতে। গরম বাড়বে। আপাতত শীতের প্রত্যাবর্তনের কোনও লক্ষণ নেই হুগলির মতো জেলায়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: অপরিবর্তিত হুগলির পারদ! বাড়ছে গরম, বেলা বাড়তেই নাজেহাল জনজীবন, শীত কি ফিরবে জেলায়? জানুন আবহাওয়ার মেগা আপডেট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল