IMD Weather Update: সরস্বতী পুজোর আগে আবহাওয়ার ভোলবদল, সকালে ঘন কুয়াশা আর বেলা বাড়তেই রোদের ঝলক
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? কোন কোন জেলায় কুয়াশার দাপট? ওয়েদার আপডেট জানুন
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : সরস্বতী পুজোর আগেই উত্তরবঙ্গ জুড়ে আবহাওয়ায় স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত মিলছে। একদিকে ভোর ও সকালবেলায় ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা, অন্যদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে উজ্জ্বল রোদের। এই দ্বৈত চরিত্রের আবহাওয়া সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলছে।
advertisement
2/5
সকালবেলায় কুয়াশার দাপটে কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যাচ্ছে, যার জেরে সড়ক ও রেলপথে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে ভোরের দিকে কুয়াশা তুলনামূলক ভাবে বেশি লক্ষ্য করা যাচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
তাপমাত্রার নিরিখে দেখা গেলে মালদহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে তাপমাত্রা ২৬ দশমিক ৭ ডিগ্রি, শিলিগুড়িতে ২৬ দশমিক ০৮ ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারে তাপমাত্রা ঘোরাফেরা করছে ২৫ ডিগ্রির আশেপাশে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
অন্যদিকে, কোচবিহার ও জলপাইগুড়িতে একই রকম তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি এলাকায় তুলনামূলক ভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রিতে, কালিম্পংয়ে ১৬ ডিগ্রি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েকদিন এই ধরনের আবহাওয়াই বজায় থাকতে পারে। সকালের দিকে কুয়াশা ও দুপুরে রোদের এই মিশ্র পরিস্থিতির মধ্যেই সরস্বতী পুজোর প্রস্তুতি সারছেন উত্তরবঙ্গবাসী।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: সরস্বতী পুজোর আগে আবহাওয়ার ভোলবদল, সকালে ঘন কুয়াশা আর বেলা বাড়তেই রোদের ঝলক