TRENDING:

Howrah News: ঘর সাজাতে নতুন ট্রেন্ড, বাজারে ঝড় তুলছে উত্তর দিনাজপুরের অভিনব মাটির সামগ্রী! দাম শুনে খুশিতে লাফাবেন

Last Updated:
Howrah News: উলুবেড়িয়া সৃষ্টিশ্রী মেলায় দারুন চাহিদার সঙ্গে বিক্রি হতে দেখা গেল উত্তর দিনাজপুরের মাটির তৈরি শোখিন সামগ্রী।
advertisement
1/5
ঘর সাজাতে নতুন ট্রেন্ড, বাজারে ঝড় তুলছে অভিনব মাটির সামগ্রী! দাম শুনে খুশিতে লাফাবেন
উত্তর দিনাজপুরের মাটির জিনিস দারুন চাহিদা উলুবেড়িয়ায়! জেলায় তৈরি মাটির সামগ্রীর থেকে সম্পূর্ণ ভিন্ন ধরণের এই সমস্ত জিনিস। এগুলি কাঁচা মাটির পাত্র কাটিং করে ডিজাইন। জেলায় ভীষণ ভাবে মানুষের মন আকৃষ্ট করছে এই জিনিসগুলি। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
মাটির সামগ্রী হলেও এর ধরন ভিন্ন হওয়ায় আকর্ষণ রয়েছে অন্য মাত্রা'য়। ব্যবহার সামগ্রী সঙ্গে ঘর সাজাতে এই জিনিসের দারুন চাহিদা। কিন্তু সহজে এ জেলায় মেলেনা। তবে এবার হাতের কাছে পেয়ে মানুষ তা নিতে দারুণ আগ্রহ দেখাচ্ছে।
advertisement
3/5
উলুবেড়িয়ায় সৃষ্টিশ্রী মেলায় এবার দারুন চাহিদার সঙ্গে বিক্রি হতে দেখা গেল উত্তর দিনাজপুরে মাটির জিনিস। গত বছর যে চাহিদা ছিল, তার থেকে এবার আরও বেশি চাহিদা। ছোট বড় নানা সামগ্রী, যার মধ্যে কাটিং করে সৌখিন কারুকার্য।
advertisement
4/5
মেলার শুরু থেকেই উত্তর দিনাজপুরের প্রায় সমস্ত রকম মাটির সামগ্রী গুলি চাহিদা ছিল তুঙ্গে। মাটির হারিকেন, কাপ-প্লেট, ফুলদানি, পেনদানি, আলো স্ট্যান্ড, প্রদীপ, সহ বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এখানে।
advertisement
5/5
এ প্রসঙ্গে বিক্রেতা জানান, নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাশাপাশি ঘর সাজাতে মানুষ এই জিনিস কিনতে আগ্রহ দেখাচ্ছেন। সব মিলিয়ে প্রায় কুড়ি-পঁচিশ রকমের জিনিস। এই সমস্ত জিনিস ৪০ টাকা থেকে শুরু করে, ২০০-২৫০ টাকা পর্যন্ত দামের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: ঘর সাজাতে নতুন ট্রেন্ড, বাজারে ঝড় তুলছে উত্তর দিনাজপুরের অভিনব মাটির সামগ্রী! দাম শুনে খুশিতে লাফাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল