Howrah News: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গাড়ি, মর্মান্তিক পরিণতি চালকের! আহত ৩
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Howrah News: খেলনা গাড়ির মতো পড়ে রয়েছে প্রাইভেট কার, ভয়ংকর দুর্ঘটনা মৃত্যু চালকের, রাতের অন্ধকারে ভয়ংকর দুর্ঘটনা হাওড়া'র রানীহাটি-আমতা রাজ্য সড়কে
advertisement
1/5

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে প্রাইভেট কার, মৃত এক, আহত একাধিক। হাওড়ার রানিহাটি-আমতা রাজ্য সড়কে। সড়ক থেকে ছিটকে প্রাইভেট কার, দুর্ঘটনাটি ঘটে আমতা ১০ নং পোল সংলগ্ন স্থানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি )
advertisement
2/5
নিয়ন্ত্রণ হারিয়ে যানটি সড়ক থেকে নয়ানজুলিতে। গভীর রাতে দুর্ঘটনা ঘটে বলেই জানা যায়। সকালে স্থানীয় ও পথ চলতি মানুষ দেখেন, গাড়িটি সম্পূর্ণ উল্টে রয়েছে।
advertisement
3/5
শুক্রবার বাঙালির সরস্বতী পুজো একই সঙ্গে এদিন ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। মানুষ উৎসবের মেজাজে সারাদিন চরম ব্যস্ততা, এর মধ্যেই গভীর রাতে আমতায় মর্মান্তিক দুর্ঘটনা।
advertisement
4/5
শনিবার সকালে হাওড়া-আমতা রাজ্য সড়কের পার্শ্ববর্তী নয়ানজুলিতে দেখা যায়, একটি প্রাইভেট কার সম্পূর্ণরূপে উল্টে রয়েছে। কালো রংয়ের গাড়িটি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে, গাড়িতে চালক-সহ মোট চার জন যাত্রী ছিল বলে জানা যায়।
advertisement
5/5
শনিবার রাত ১-১.৩০ নাগাদ আমতা দিক থেকে রাণীহাটি যাওয়ার পথে দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত গাড়ির চালক। জানা যায়, মৃত ব্যক্তির বাড়ি হাওড়া ইছাপুর। নাম কৌশিক দোলুই। ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গাড়ি, মর্মান্তিক পরিণতি চালকের! আহত ৩