Hooghly Weather Today: রোদ ঝলমলে দিন, আবহাওয়াই ব্যাপক বদল! হুগলিতে কি বিদায় ঘন্টা বেজে গেল শীতের? জানুন লেটেস্ট আপডেট
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Today: দিন কয়েকের তুলনায় শুক্রবার হুগলির আবহাওয়াই ব্যাপক বদল লক্ষ্য করা গেল। যদিও এই বদল বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছিল। আর এসবের পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠছে তাহলে কী হুগলি থেকে শীতের বিদায় ঘন্টা বাজা শুরু হয়ে গেল? এসবের পরিপ্রেক্ষিতে লেটেস্ট আপডেট দিল আবহাওয়া দফতর।
advertisement
1/5

দিন কয়েকের তুলনায় শুক্রবার হুগলির আবহাওয়াই ব্যাপক বদল লক্ষ্য করা গেল। যদিও এই বদল বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছিল। আর এসবের পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠছে তাহলে কী হুগলি থেকে শীতের বিদায় ঘন্টা বাজা শুরু হয়ে গেল? এসবের পরিপ্রেক্ষিতে লেটেস্ট আপডেট দিল আবহাওয়া দফতর।
advertisement
2/5
বৃহস্পতিবার থেকেই হুগলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়। আর শুক্রবার সকাল থেকে দেখা গেল একেবারে রোদ ঝলমলে দিন।
advertisement
3/5
শুক্রবার সকাল থেকে হুগলির অধিকাংশ জায়গাতেই সেইভাবে কুয়াশার দেখা মেলেনি, রোদ ঝলমলে দিনের পাশাপাশি তাপমাত্রার পারদ বৃদ্ধি পেয়েছে। আর এসবের পরিপ্রেক্ষিতেই এখন হুগলিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রী সেলসিয়াস এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার পারদ আগামী দিনে আরও বাড়বে বলে জানানো হয়েছে।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, হুগলির সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা উভয়ই দিন কয়েক ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাবে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারের মধ্যে। যদিও শীত বিদায়ের যে আশঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে এখনই চিন্তার কারণ নেই বলে দাবি করছেন অনেকেই।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Hooghly Weather Today: রোদ ঝলমলে দিন, আবহাওয়াই ব্যাপক বদল! হুগলিতে কি বিদায় ঘন্টা বেজে গেল শীতের? জানুন লেটেস্ট আপডেট