TRENDING:

East Bardhaman News: ট্রফি-টাকা অতীত! 'খেলা হবে' প্রতিযোগিতায় জিতলে মিলছে চাল-ডাল-তেল, বর্ধমানে বাম্পার আয়োজন

Last Updated:
East Bardhaman News: সাধারণত ছোট খেলা হোক বা বড় কোনও প্রতিযোগিতা, জয়ী হলেই পাওয়া যায় ট্রফি বা নগদ পুরস্কার। কিন্তু এই প্রতিযোগিতায় জিতলে পাওয়া যাচ্ছে চাল, ডাল, তেল সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
advertisement
1/5
ট্রফি-টাকা অতীত! 'খেলা হবে' প্রতিযোগিতায় জিতলে মিলছে চাল-ডাল-তেল
গ্রাম্য খেলায় অবাক করা পুরস্কার। গ্রামের ছেলে-মেয়ে থেকে গৃহবধূ সকলেই নানা খেলায় অংশগ্রহণ করতে ভিড় জমাচ্ছেন। খেলায় জয়ী হলে কোনও ট্রফি অথবা কোনও আর্থিক পুরস্কার নেই। তবুও জিতলে বেজায় খুশি সকলে। পুরস্কার হিসেবে কী এমন রয়েছে? কেন সকলে ভিড় জমাচ্ছেন জানেন? (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
advertisement
2/5
সাধারণত ছোট খেলা হোক বা বড় কোনও প্রতিযোগিতা, জয়ী হলেই পাওয়া যায় ট্রফি বা নগদ পুরস্কার। কিন্তু পূর্ব বর্ধমানের কুড়মনে 'খেলা হবে' প্রতিযোগিতায় দেখা গেল একদম ভিন্ন ধরনের পুরস্কার। এখানে খেলায় জিতলেই মিলবে চাল, ডাল, তেল সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
advertisement
3/5
শুধু পুরস্কারেই নয় খেলাতেও রয়েছে অভিনবত্ব। বর্ধমান ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই 'খেলা হবে' প্রতিযোগিতার মধ্যে দিয়ে গ্রাম্য খেলাগুলিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি গ্রামবাসীদের একত্রিত করতে ও যুবসমাজকে মাঠমুখী করতে এই বিশেষ উদ্যোগ।
advertisement
4/5
এই প্রতিযোগিতায় ক্যারাম, গুলি চামচ, ক্রিকেট, হাড়ি ভাঙা সহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামের ছেলেমেয়েদের পাশাপাশি এই দিনের নানা খেলায় অংশগ্রহণ করেছিলেন গ্রামের মহিলারাও।
advertisement
5/5
জিতলেই পুরস্কার হিসেবে মিলছিল চাল, ডাল, তেলের মতো সংসারের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস। উদ্যোক্তাদের তরফে রানা ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু গোস্বামী বলেন, গ্রামের মহিলাদের কথা ভেবেই এই ধরনের পুরস্কারের আয়োজন করা হয়েছে। এতে একদিকে যেমন তাঁরা খেলার মাঠে আসতে আগ্রহী হবেন, তেমনই পরোক্ষভাবে তাঁদের সাহায্যও করা হবে। আমাদের মূল উদ্দেশ্যই হল সকলকে একত্রিত করা ও বর্তমান প্রজন্মকে মাঠমুখী করা। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: ট্রফি-টাকা অতীত! 'খেলা হবে' প্রতিযোগিতায় জিতলে মিলছে চাল-ডাল-তেল, বর্ধমানে বাম্পার আয়োজন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল