TRENDING:

East Bardhaman News: দামোদরের চরে একটুকরো গঙ্গাসাগর! আদিবাসী সম্প্রদায়ের ভক্তি ও ঐতিহ্যের মহামিলন, হাজির হাজার হাজার পুণ্যার্থী

Last Updated:
East Bardhaman News: পুণ্যস্নান পর্ব নির্বিঘ্নে পরিচালনা করতে এবং যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
advertisement
1/7
দামোদরের চরে একটুকরো গঙ্গাসাগর! আদিবাসী সম্প্রদায়ের ভক্তি ও ঐতিহ্যের মহামিলন
দেখলে মনে হতেই পারে যেন এক টুকরো গঙ্গাসাগর। তবে গঙ্গাসাগর নয়, এ যেন আদিবাসী হৃদয়ের নিজস্ব তীর্থভূমি। পয়লা মাঘ ধর্মীয় রীতি মেনে পুণ্যস্নান ও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করতে দামোদরের তীরে হাজির হন হাজার হাজার আদিবাসী মানুষজন। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
advertisement
2/7
শহর যখন মকর সংক্রান্তির রেশ কাটিয়ে উঠছে, ঠিক তখনই দামোদরের তীরে শুরু হল আদিবাসী সমাজের বিশেষ পরব। হাজার-হাজার আদিবাসী পুণ্যার্থীর ভিড়ে দামোদরের তেলকুপি গয়া ঘাট মিলনমেলায় পরিণত হয়। পুণ্যস্নান ও পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ সেরে আদিবাসীরা ঘাট সংলগ্ন মারাংবুরু মন্দিরে পুজো দেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পূর্ব বর্ধমানের জামালপুরের দামোদর নদের তেলকুপি ঘাট আদিবাসী মানুষজনের কাছে অত্যন্ত মহাপুণ্যস্থান হিসেবে পরিচিত।
advertisement
3/7
পয়লা মাঘ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কাছে অত্যন্ত পুণ্যের দিন। তাই প্রতি বছর নিয়মকরে পয়লা মাঘ জামালপুরের তেলকুপি ঘাটে পুণ্যস্নান ও পিতৃপুরুষদের অস্থি বিসর্জন সমারোহে অংশ নেন এই রাজ্য সহ বিহার, ঝাড়খন্ড ও ওড়িশা থেকে আসা আদিবাসী সম্প্রদায়ের পুণ্যার্থীরা।
advertisement
4/7
পুণ্যস্নান পর্ব নির্বিঘ্নে পরিচালনা করতে এবং যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছিল। জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ছাড়াও প্রশাসনের আধিকারিকরা এদিন সকাল থেকেই তেলকুপি ঘাটে হাজির ছিলেন। স্নানের সময় বিশেষ নজরদারির ব্যবস্থাও করা হয়। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দামোদরের চরে মেডিক্যাল ক্যাম্পেরও ব্যবস্থা রাখা হয়েছিল।
advertisement
5/7
পুণ্যস্নান ও তর্পণ উৎসব আয়োজকদের তরফে তারকনাথ টুডু বলেন, বর্ণ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের কাছে গঙ্গা সব থেকে পবিত্র জলাশয়। কিন্তু সুপ্রাচীন কাল থেকে দামোদর নদকেই পবিত্র জলাশয় হিসাবে মান্যতা দিয়ে আসছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। দামোদরের তেলকুপি ঘাট এই দেশের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কাছে সর্বশ্রেষ্ঠ পুণ্য তীর্থভূমি।
advertisement
6/7
তিনি আরও বলেন, বর্ণ হিন্দু সম্প্রদায়ের মানুষজন মহালয়ার দিন গঙ্গায় পিতৃপুরুষের উদ্দ্যেশে তর্পণ সারেন এবং মকর সংক্রান্তিতে গঙ্গায় পুণ্যস্নান করেন। কিন্তু আদিবাসীরা প্রতি বছর পয়লা মাঘ দামোদরের তেলকুপি ঘাটে পুণ্যস্নান করার পাশাপাশি পিতৃপুরুষের উদ্দেশে তর্পণও সারেন। তর্পণ সেরে আদিবাসীরা তেলকুপি গয়া ঘাটে থাকা আরাধ্য দেবতা শিব তথা মারাংবুরুর মন্দিরে পুজো দেন।
advertisement
7/7
আদিবাসী সমাজের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক ও শিল্পীরা এদিন পুণ্যতীর্থ তেলকুপি ঘাটে গিয়েছিলেন। ধর্মীয় উপাচার সেরে আদিবাসী পুরুষ ও মহিলারা এদিন দামোদরের বালির চরে নাচ-গানেও মাতোয়ারা হন। বালির চরেই হয় রান্না। সপরিবারে খাওয়াদাওয়া সেরেছেন অনেকে। আদিবাসী তর্পণ উৎসব উপলক্ষে দামোদরের বালির চরে বসা মেলাও জমজমাট। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: দামোদরের চরে একটুকরো গঙ্গাসাগর! আদিবাসী সম্প্রদায়ের ভক্তি ও ঐতিহ্যের মহামিলন, হাজির হাজার হাজার পুণ্যার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল