TRENDING:

Makar Sankranti: মকর সংক্রান্তিতে মোয়াইলে পৌষলক্ষ্মীর আরাধনা, উৎসবে মাতল গোটা গ্রাম! ছবিতে রইল নজরকাড়া সব মুহূর্ত

Last Updated:
East Bardhaman Makar Sankranti: পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে পৌষলক্ষ্মী পুজোই এই গ্রামের প্রধান ও ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোয়াইল গ্রামে এখন উৎসবের রঙ লেগেছে। গ্রামজুড়ে বসেছে মেলা, চারপাশ আনন্দ ও উচ্ছ্বাসে ভরে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকাতেও উৎসবের আমেজ স্পষ্ট।
advertisement
1/5
মকর সংক্রান্তিতে মোয়াইলে পৌষলক্ষ্মীর আরাধনা, উৎসবে মাতল গোটা গ্রাম! দেখুন ছবিতে
পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে পৌষলক্ষ্মী পুজোই এই গ্রামের প্রধান ও ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোয়াইল গ্রামে এখন উৎসবের রঙ লেগেছে। গ্রামজুড়ে বসেছে মেলা, চারপাশ আনন্দ ও উচ্ছ্বাসে ভরে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকাতেও উৎসবের আমেজ স্পষ্ট। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
তিন থেকে চার দশক ধরে চলে আসা এই পৌষলক্ষ্মী পুজো সময়ের সঙ্গে সঙ্গে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। পুজোর জৌলুস যেমন বেড়েছে, তেমনই বেড়েছে মানুষের অংশগ্রহণ ও উৎসাহ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজো গ্রামবাসীর আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রতি বছর নতুন নতুন ভাবনায় পুজোর আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ বাড়িয়ে তোলে।
advertisement
3/5
পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাব ও উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছে সুস্থ প্রতিযোগিতা। প্রতিমা, আলোকসজ্জা ও মণ্ডপসজ্জায় একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা চলে। উদ্যোক্তাদের দাবি, বর্তমানে লক্ষ-লক্ষ টাকা বাজেটের এই পৌষলক্ষ্মী পুজো টানা তিন থেকে চার দিন ধরে অনুষ্ঠিত হয়, যা গ্রাম্য পুজোর ক্ষেত্রে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
advertisement
4/5
এই পুজো উপলক্ষে দূর-দূরান্ত থেকেও বহু মানুষ মোয়াইল গ্রামে ভিড় জমান। সন্ধ্যা নামলেই আলোয় ঝলমল করে ওঠে গোটা এলাকা। প্রতিমা দর্শনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও নানা আয়োজন উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। পুজোর কয়েকটি দিন গ্রাম যেন এক মিলনক্ষেত্রে পরিণত হয়।
advertisement
5/5
স্থানীয়দের কথায়, একসময় এই গ্রামে পৌষবুড়ির পুজোর প্রচলন ছিল। সেখান থেকেই ধীরে ধীরে পৌষ মাস বা লক্ষ্মীমাসে লক্ষ্মীপুজোর গুরুত্ব বাড়তে থাকে। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়েই আজও মোয়াইল গ্রামে লক্ষ্মী-নারায়ণের পুজো নিষ্ঠা ও ভক্তির সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে পৌষলক্ষ্মী পুজো শুধু ধর্মীয় আচার নয়, বরং গ্রামটির সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Makar Sankranti: মকর সংক্রান্তিতে মোয়াইলে পৌষলক্ষ্মীর আরাধনা, উৎসবে মাতল গোটা গ্রাম! ছবিতে রইল নজরকাড়া সব মুহূর্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল