Dooars Day: পাহাড়ের কোলে মন মাতানো অনুষ্ঠান! নাচগান-খাওয়াদাওয়ায় জমজমাট 'ডুয়ার্স ডে', রঙিন আয়োজন দেখতে দর্শকদের ভিড়
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Dooars Day: ডুয়ার্স ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান দেখতে ভিড় জমান সাধারণ মানুষ ও সংস্কৃতিপ্রেমীরা। নাচে-গানে জমে ওঠে চারপাশ।
advertisement
1/5

ডুয়ার্সের বিভিন্ন জনজাতির কৃষ্টি ও সংস্কৃতিকে জনসমক্ষে তুলে ধরতে কালচিনি কৃষক বাজারে পালিত হল ‘ডুয়ার্স ডে’। এই উপলক্ষে রঙিন ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ডুয়ার্স অঞ্চলের ১৪ টি জনজাতির ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। ( ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
অনুষ্ঠানে মেচ, রাভা, আদিবাসী, সাঁওতাল সহ একাধিক জনজাতির শিল্পীরা তাঁদের নিজস্ব লোকনৃত্য, গান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। প্রত্যেকটি পরিবেশনায় ফুটে ওঠে ডুয়ার্সের জনজাতিদের জীবনযাপন, সামাজিক রীতিনীতি এবং প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য। ঐতিহ্যবাহী পোশাক, ঢোল, মাদল, বাঁশি সহ নানা বাদ্যযন্ত্র অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।
advertisement
3/5
আয়োজক কমিটির পক্ষ থেকে বিনয় নার্জীনারি জানান, "ডুয়ার্স অঞ্চলে বহু জনজাতির বসবাস রয়েছে। তাঁদের স্বতন্ত্র বেশভূষা, সংস্কৃতি, ভাষা ও বাদ্যযন্ত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই ডুয়ার্স ডে পালনের মূল উদ্দেশ্য।"
advertisement
4/5
আয়োজক কমিটির পক্ষ থেকে আরও জানা যায়, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে জনজাতিদের সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও দৃঢ় হয়। ডুয়ার্স ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান দেখতে কালচিনি কৃষক বাজারে ভিড় জমান সাধারণ মানুষ ও সংস্কৃতিপ্রেমীরা।
advertisement
5/5
এই অনুষ্ঠানে রাখা হয়েছিল বিভিন্ন জনজাতির মানুষদের খাবার। অনুষ্ঠানে আগত অতিথিদের এই খাবারগুলির স্বাদ নিতে দেখা যায়। ডুয়ার্স এলাকার কিছু জনজাতির সঙ্গে পরিচয় রয়েছে পর্যটকদের। তবে বাকিদের সঙ্গে পরিচয় করানো উদ্দেশ্য বলে জানা যায়। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Dooars Day: পাহাড়ের কোলে মন মাতানো অনুষ্ঠান! নাচগান-খাওয়াদাওয়ায় জমজমাট 'ডুয়ার্স ডে', রঙিন আয়োজন দেখতে দর্শকদের ভিড়