TRENDING:

Digha News: লোকাল-১৮-এর খবরের জের! শ্যাওলার সমস্যায় আর পড়তে হবে না পর্যটকদের, পরিষ্কারে নামল ডিএসডিএ

Last Updated:
Digha News: খবর প্রকাশের জেরে তৎপর হয়ে উঠল প্রশাসন। দিঘায় ঘুরতে এসে আর সমস্যায় পড়তে হবে না পর্যটকদের। দিঘার সমুদ্র সৈকতের বিভিন্ন স্নানঘাটে জমে থাকা শ্যাওলা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। সেই অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। পর্যটকদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই শুরু হয়েছে দ্রুত পরিষ্কারের কাজ।
advertisement
1/6
লোকাল-১৮-এর খবরের জের! শ্যাওলার সমস্যায় আর পড়তে হবে না পর্যটকদের, পরিষ্কারে নামল ডিএসডিএ
খবর প্রকাশের জেরে তৎপর হয়ে উঠল প্রশাসন। দিঘায় ঘুরতে এসে আর সমস্যায় পড়তে হবে না পর্যটকদের। দিঘার সমুদ্র সৈকতের বিভিন্ন স্নানঘাটে জমে থাকা শ্যাওলা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। সেই অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। পর্যটকদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই শুরু হয়েছে দ্রুত পরিষ্কারের কাজ।
advertisement
2/6
দিঘার ব্লু ভিউ ঘাট, এক নম্বর ঘাট-সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্নান ঘাটে শ্যাওলা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নিযুক্ত কর্মীরা এই কাজ করছেন। দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ায় বোল্ডার ও সিমেন্টে বাঁধানো স্নানঘাটগুলির উপর পুরু শ্যাওলার আস্তরণ পড়ে গিয়েছিল। ঘাটগুলি হয়ে উঠেছিল অত্যন্ত পিচ্ছিল ও বিপজ্জনক।
advertisement
3/6
ঘাটের উপর জমে থাকা সবুজ শ্যাওলা দূর থেকে দেখতে সবুজ কার্পেটের মতো লাগত। বাস্তবে সেটিই ছিল বড় বিপদের কারণ। পর্যটকরা স্নান করতে নামার সময় কিংবা ছবি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিলেন। অনেকেই হঠাৎ পড়ে গিয়ে আছাড় খাচ্ছিলেন।
advertisement
4/6
চলতি মাসেই এই ধরনের দুর্ঘটনায় একাধিক পর্যটক আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকজন পর্যটক পা পিছলে পড়ে গিয়ে হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে চোট পান। বিষয়টি নিয়ে পর্যটকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। গত ১০ জানুয়ারি এই খবর প্রকাশ করি আমরা।
advertisement
5/6
খবর প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেয় দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ঘাটে ঘাটে জমে থাকা শ্যাওলা পরিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই কর্মীদের কাজে নামানো হয়। নির্দিষ্ট অংশে শ্যাওলা তুলে ফেলা হচ্ছে। পরিষ্কারের পাশাপাশি ঘাটগুলিকে আরও নিরাপদ করার দিকেও নজর দেওয়া হচ্ছে।
advertisement
6/6
ডিএসডিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুরজিৎ পণ্ডিত জানান, যেখানে যেখানে শ্যাওলা রয়েছে সেগুলি ধাপে ধাপে পরিষ্কার করা হচ্ছে। পর্যটকরা যাতে কোনওভাবেই সমস্যায় না পড়েন, সেটাই তাঁদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আগামী সপ্তাহের মধ্যেই সমস্ত পরিষ্কারের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর নিয়মিত নজরদারিও চালানো হবে বলে আশ্বাস দেন তিনি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Digha News: লোকাল-১৮-এর খবরের জের! শ্যাওলার সমস্যায় আর পড়তে হবে না পর্যটকদের, পরিষ্কারে নামল ডিএসডিএ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল