Birbhum News: ১৫ শতাংশ কমিশনের লোভে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল দেড় কোটি টাকা! তারপর যা ঘটল, শুনে চমকে উঠবেন
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Birbhum News: অভিযোগ, স্থানীয় এক ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা ঢুকিয়ে সেই অ্যাকাউন্ট সাইবার প্রতারণার কাজে ব্যবহার করা হয়।
advertisement
1/5

কমিশনের লোভ দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে সাইবার অপরাধের অভিযোগে মধ্যপ্রদেশের বাসিন্দা যোগিন্দর গুর্জরকে গ্রেফতার করেছে সদাইপুর থানার পুলিশ। অভিযোগ, স্থানীয় এক ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা ঢুকিয়ে সেই অ্যাকাউন্ট সাইবার প্রতারণার কাজে ব্যবহার করা হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সদাইপুর থানা এলাকার হার্ডওয়্যার ব্যবসায়ী ও ঠিকাদার শেখ সফিকুলের সঙ্গে ফোনে যোগাযোগ করে অভিযুক্ত। নিজেকে একটি নামী সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে ১৫ শতাংশ কমিশনের প্রলোভন দেখিয়ে তাঁর অ্যাকাউন্টের সমস্ত তথ্য সংগ্রহ করা হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
গত বছরের অক্টোবর মাসে মাত্র কয়েক দিনের মধ্যেই সফিকুলের অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকার লেনদেন হয়। ব্যাঙ্কের নজরে বিষয়টি আসতেই সাইবার প্রতারণার সন্দেহে অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকেও জানায়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
ব্যবসায়ী সফিকুল দাবি করেন, তিনি প্রতারণার কথা জানতেন না। পরে অভিযুক্তকে ধরতে তিনি নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। একাধিকবার টাকার লোভ দেখিয়ে অভিযুক্তকে সদাইপুরে ডেকে আনা হয়। মঙ্গলবার সদাইপুর টাউনশিপ গেটের কাছে পৌঁছনোর পরই অভিযুক্ত যোগিন্দর গুর্জরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে সফিকুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও ফ্রিজ অবস্থায় রয়েছে। তিনি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি সাইবার কেয়ার ও আদালতের দ্বারস্থ হয়েছেন। তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Birbhum News: ১৫ শতাংশ কমিশনের লোভে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল দেড় কোটি টাকা! তারপর যা ঘটল, শুনে চমকে উঠবেন