Bhutan Route: ঘুরপথের ভোগান্তি শেষ! সরাসরি পথে অল্প সময়ে পৌঁছন ভুটান, খুলছে নতুন রাস্তা! বাঁচবে সময় ও খরচ দুই-ই
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Bhutan Route: ভারত ও ভুটানের মাঝে সংযোগ মজবুত করতে পাশাখা শিল্পাঞ্চলের জন্য তৈরি হচ্ছে নতুন রাস্তা। এতে পণ্য পরিবহন, শ্রমিক যাতায়াত ও সীমান্ত বাণিজ্যে গতি আসবে। এলাকার আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত খুলছে
advertisement
1/5

ভুটানের পাশাখা শিল্পাঞ্চলে পৌঁছনোর রাস্তা মিলবে এবারে। পণ্য পরিবহনে থাকবে না কোনও সমস্যা। পাশাপাশি ভারত থেকে ভুটানের পাশাখা এলাকায় কাজ করতে যাওয়া শ্রমিকদের জয়গাঁ শহর ঘুরে যেতে হবে না পাশাখাতে। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
ভুটানের পাশাখা শিল্পাঞ্চল এবং ভারতের বাঙ্গেএলাকার মাঝে তৈরি হচ্ছে রাস্তা। এই কাজ দেখে খুশি এলাকার বাসিন্দারা। এই এলাকায় বর্তমানে এসএসবি, কাস্টমস এর চেক পোস্ট রয়েছে। ভুটানের দিকে ভুটান পুলিশের চেকপোস্ট রয়েছে। ব্যবসায়িক দিক থেকে এই এলাকার গুরুত্বও অপরিসীম। পাশাখা শিল্পাঞ্চল যাওয়ার রাস্তায় ভারতের বাঙ্গে এলাকায় সরকারি দফতরের কার্যালয় গড়ে উঠছে
advertisement
3/5
চার বছর আগে এই বাঙ্গে এলাকায় একটি হাট বসত। এই হাটে ভুটানের পাশাখা থেকে ব্যবসায়ীরা আসতেন ব্যবসা করতে। সেই সময় এক বর্ষাকালে ভুটানের হড়পা পানে দুই এলাকার মাঝের রাস্তা ভেঙে যায়। এরপর সেখানে রাস্তা হয়নি।
advertisement
4/5
ভুটান প্রশাসনের তরফে গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় এই বিষয়ে। এর পর ৯০০ মিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের থেকে পেভার্স ব্লকের রাস্তা তৈরি হবে। ৮৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে এই রাস্তা।
advertisement
5/5
এলাকার পঞ্চায়েত সদস্য পবনবীর মোক্তান জানান, "রাস্তা ছিল তবে পাকা ছিল না। অবশেষে পাকা রাস্তা হচ্ছে। এলাকার আর্থসামাজিক উন্নতি ঘটবে।" (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Bhutan Route: ঘুরপথের ভোগান্তি শেষ! সরাসরি পথে অল্প সময়ে পৌঁছন ভুটান, খুলছে নতুন রাস্তা! বাঁচবে সময় ও খরচ দুই-ই