TRENDING:

Arijit Singh Saraswati Puja 2026: সরস্বতী পুজোতে এবার গায়ক অরিজিৎ সিং! মণ্ডপে উপচে পড়া ভিড়, জানুন কোথায় 

Last Updated:
Arijit Singh Saraswati Puja 2026: গায়ক ভূমিপুত্র অরিজিৎ সিং, যাঁর নাম জগতজোড়া বিখ্যাত। যার কণ্ঠেই বিরাজ করেন দেবী সরস্বতী। সেই গায়ক অরিজিৎ সিং-কে এবার সরস্বতীর পুজো মণ্ডপে।
advertisement
1/5
সরস্বতী পুজোতে এবার গায়ক অরিজিৎ সিং! মণ্ডপে উপচে পড়া ভিড়, জানুন কোথায় 
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার গায়ক ভূমিপুত্র অরিজিৎ সিং, যাঁর নাম জগতজোড়া বিখ্যাত। যার কণ্ঠেই বিরাজ করেন দেবী সরস্বতী। সেই গায়ক অরিজিৎ সিং-কে এবার ফুটিয়ে তোলা হয়েছে মা সরস্বতীর পুজো মণ্ডপে।
advertisement
2/5
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের তারা মাতলা জুনিয়র পুজো কমিটির পক্ষ থেকে সরস্বতী পুজোতে এ বছরের ভাবনা সৃষ্টিতে মুগ্ধ স্রষ্টা। কান্দি শহরের রূপপুর নিবাসী শিল্পী রাহুল বিত্তারের হাতে ফুটে উঠেছে গায়ক অরিজিৎ-সহ দেবী সরস্বতী।
advertisement
3/5
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন আমাদের জেলার ভূমিপুত্র গায়ক অরিজিৎ। তিনি সাধারণ মাটির মানুষ হিসেবেই পরিচিত। তাঁকে একবার দেখার জন্য বহু মানুষ উৎসাহিত হয়ে থাকেন। তবে আমাদের এবছর ভাবনায় ছিল গায়ক অরিজিৎ সিং-কে ফুটিয়ে তুলব। সেই ভাবনাকে পাথেয় করেই আমরা এই চিন্তা ভাবনা তৈরি করি।
advertisement
4/5
যেখানে দেখা যায় বীণাপানি দেবী সরস্বতী দাঁড়িয়ে আছেন আর তাঁর পাশে বসেই গান করছেন অরিজিৎ সিং। যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা জেলার মধ্যে।
advertisement
5/5
আজ বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন সকলেই। আর এই চিন্তাভাবনা ফুটিয়ে উঠতেই বহু মানুষের ভিড় হতে শুরু করেছে এই পুজো মণ্ডপে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Arijit Singh Saraswati Puja 2026: সরস্বতী পুজোতে এবার গায়ক অরিজিৎ সিং! মণ্ডপে উপচে পড়া ভিড়, জানুন কোথায় 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল