Amit Shah in West Bengal: একদিকে মতুয়া, অন্যদিকে উত্তরবঙ্গ! এক দিনে দুই ‘ঘাঁটি’ ছুঁয়ে যাচ্ছেন অমিত শাহ, ভোটের আগে অমিত-বার্তায় নজর
- Reported by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
মূলত, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, বারাসাত এই চার লোকসভা কেন্দ্রের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন অমিত শাহ। এরপর ব্যারাকপুরে মধ্যাহ্ন ভোজ সেরে কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। উত্তরবঙ্গে শিলিগুড়ির গোসাইপারা এলাকায় উত্তরবঙ্গের চার সাংগঠনিক জেলার (শিলিগুড়ি , কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার) কর্মী সমর্থকদের সঙ্গে কর্মী সম্মেলনে যোগ দেবেন তিনি ।
advertisement
1/6

গোঁসাইপুর, শিলিগুড়ি: আজ, শনিবার শিলিগুড়িতে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পর্বে উত্তরের ৫ সাংগঠনিক জেলার কর্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি। শিলিগুড়ির গোঁসাইপুরে হবে এই কর্মিসভা। জানা গিয়েছে, এদিনের সভায় যোগ দেবেন ৫ সাংগঠনিক জেলার ৬ হাজার বিজেপি কর্মী। আসছেন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি ও দার্জিলিংয়ের বুথ সভাপতি, শক্তি সভাপতি এবং মণ্ডল সভাপতিরা। সভায় থাকছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এর পাশাপাশি চলছে সভার শেষ মূহূর্তের প্রস্তুতি।
advertisement
2/6
২৬-এর ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এদিনের এই কর্মিসভা বলে মনে করছে রাজনৈতিক মহল। পাহাড় নিয়ে এবারে কি বার্তা দেন অমিত শাহ? তার দিকেই নজর রয়েছে পাহাড়বাসীর। এর আগে একাধিক বিধানসভা এবং লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্য সভা থেকে পাহাড় সমস্যা নিয়ে প্রতিশ্রুতি দিয়ে যান। যা আজও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। মূলত, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান এবং ১১ জনজাতি গোষ্ঠীর তফশিলি উপজাতির স্বীকৃতি ইস্যু আজও পায়নি।
advertisement
3/6
দু'দিনের সফরে রাজ্যে অমিত শাহ। এক মাসের ব্যবধানে ফের স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের কর্মসূচি বঙ্গে। গতকাল শুক্রবার রাতেই নিউটাউনের হোটেলে বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক সারেন তিনি। কোর কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকেরা।
advertisement
4/6
আজ, শনিবার সকাল ১০,৪০ নাগাদ নিউটাউনের হোটেল থেকে বেরোবেন অমিত শাহ। রওনা দেবেন ব্যারাকপুরের উদ্দেশ্যে। ১১,১০ নাগাদ ব্যারাকপুর আনন্দপুরীর মাঠে উত্তর ২৪ পরগনা বিভাগের কর্মী সমর্থকদের সঙ্গে কর্মিসভা সারবেন স্বরাষ্ট্র মন্ত্রী।
advertisement
5/6
অমিত শাহের সফরসূচি: ১০,৪০ - নভটেল থেকে বেরোবেন ব্যারাকপুর এর উদ্দেশ্যে ১১,১০ - ব্যারাকপুরের মাঠে ১,৪০ - ব্যারাকপুরের মাঠ থেকে বেরবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশে, ২.১৫ - কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে৷ ৩,০৫ - বাগডোগরা বিমানবন্দর , ৩.১৫ - গোঁসাইপাড়া মাঠ কর্মী সম্মেলন উত্তরবঙ্গের কর্মী সমর্থকদের সঙ্গে, ৪.২৫ - বাগডোগরা বিমানবন্দর, ৪.৪০ - বাগডোগরা থেকে বিমানে দিল্লির উদ্দেশে রওনা৷ পিটিআই
advertisement
6/6
মূলত, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, বারাসাত এই চার লোকসভা কেন্দ্রের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন অমিত শাহ। এরপর ব্যারাকপুরে মধ্যাহ্ন ভোজ সেরে কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। উত্তরবঙ্গে শিলিগুড়ির গোসাইপারা এলাকায় উত্তরবঙ্গের চার সাংগঠনিক জেলার (শিলিগুড়ি , কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার) কর্মী সমর্থকদের সঙ্গে কর্মী সম্মেলনে যোগ দেবেন তিনি ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Amit Shah in West Bengal: একদিকে মতুয়া, অন্যদিকে উত্তরবঙ্গ! এক দিনে দুই ‘ঘাঁটি’ ছুঁয়ে যাচ্ছেন অমিত শাহ, ভোটের আগে অমিত-বার্তায় নজর