Vande Bharat: মাত্র ১৪ মিনিট! এই সময়টুকুতেই ঘটে ম্যাজিক! অবশেষে ফাঁস বন্দে ভারতের বিরাট রহস্য
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
বন্দে ভারত মাত্র ১৪ মিনিটে হয় চকচকে। হাওড়া পৌঁছে অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে, পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস পাটনার উদ্দেশ্যে রওনা দেয়।
advertisement
1/7

ভারতীয় রেল স্বচ্ছতার দিকে বিশেষ নজর দিয়েছে। আর তার মধ্যে বন্দে ভারতের সাফ সাফাই নিয়ে রেকর্ড করে ফেলল ভারতীয় রেল। গত রবিবার নির্ধারিত সময়ে হাওড়া স্টেশন পৌঁছানোর পর ট্রেনটি পরিষ্কার করতে লেগে পড়েন রেলের সাফাই কর্মীরা।
advertisement
2/7
পাটনা হাওড়া আট কোচের বন্দে ভারত এক্সপ্রেস পরিষ্কার করার জন্য ২৪ জন সাফাই কর্মী কাজ শুরু করেন। হাওড়া স্টেশনে বন্দে ভারত নির্ধারিত সময় ২:৩৫ মিনিটে ঢুকে যায়।
advertisement
3/7
এরপর সমস্ত যাত্রীরা নেমে গেলে শুরু হয় সাফাই অভিযান। ২:৪২ মিনিটে শুরু হয় সাফাইয়ের কাজ। মাত্র ১৪ মিনিট, অর্থাৎ ২:৫৬ মিনিটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রেন থেকে নেমে আসেন সাফাই কর্মীরা।
advertisement
4/7
আট কোচের এই ট্রেনটির জন্য ২৪ জন থাকাই কর্মী আছেন। অর্থাৎ প্রত্যেকটি কোচের জন্য তিনজন করে সাফাই কর্মী রাখা হয়েছে। যাদের মধ্যে একজন ট্রেনের শৌচালয় পরিষ্কার করার কাজে যুক্ত। তাঁদের সাফাইয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রও সরবরাহ করা হয়।
advertisement
5/7
পাটনা-হাওড়া বন্দে ভারত নির্ধারিত সময়ে আসানসোল এবং দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছয়। তারপর তা রওনা দেয় হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর সেখানে যাওয়া মাত্রই ট্রেনটির পরিষ্কারের কাজ শুরু হয়ে যায়।
advertisement
6/7
হাওড়া থেকে যারা পাটনার পথে পাড়ি দেন, তাঁদের সাফাইয়ের সময় আরপিএফ কর্মীদের ট্রেনে ওঠা থেকে বিরত রাখা হয়। পরিষ্কার শেষ হয়ে যাওয়ার পরে যাত্রীরা ট্রেনে ওঠেন। রেকর্ড গড়ে নির্দিষ্ট সময়ে ফের পাটনার দিকে রওনা দেয় বন্দে ভারত।
advertisement
7/7
যখন পরিষ্কারের কাজ চলে, তখন বন্দে ভারতের ডিসপ্লে বোর্ডে যাত্রীদের প্রতি বার্তা দেওয়া থাকে। 'ক্লিনিং ইন প্রগ্রেস' অর্থাৎ সাফাইয়ের কাজ চলছে।
বাংলা খবর/ছবি/পশ্চিম বর্ধমান/
Vande Bharat: মাত্র ১৪ মিনিট! এই সময়টুকুতেই ঘটে ম্যাজিক! অবশেষে ফাঁস বন্দে ভারতের বিরাট রহস্য