TRENDING:

Paschim Bardhaman News: যে চানাচুর খাচ্ছেন সেটা বুঝেশুনে খাচ্ছেন তো! পাওয়া গেল নকল চানাচুর তৈরির কারখানা

Last Updated:
নকল চানাচুর বানানোর কারখানার হদিশ, ধৃত এক, রীতিমতো কারখানা করে নকল চানাচুর তৈরি করা হত...
advertisement
1/4
যে চানাচুর খাচ্ছেন সেটা বুঝেশুনে খাচ্ছেন তো!পাওয়া গেল নকল চানাচুর তৈরির কারখানা
আসানসোল: নকল চানাচুর বানানোর কারখানার হদিশ। ধৃত এক। রীতিমতো কারখানা করে নকল চানাচুর তৈরি করা হত। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশের হানা কারখানায়। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত রাঙানিয়া পাড়ার আম্বেদকর রোডে।
advertisement
2/4
সোমবার গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশের ইবি বিভাগ হানা দেয় আম্বেদকর রোডের আকাশ ফুড প্রোডাক্ট নামের নকল চানাচুর তৈরির কারখানায়। যেখানে দেখা যায় রানিগঞ্জের শিশুবাগান অঞ্চলের সস্তিক ব্র‍্যাণ্ডের ট্রেড মার্ক ব‍্যবহার করে নকল চানাচুর প‍্যাকেটজাত করার কাজ চলছে।
advertisement
3/4
পুলিশ চানাচুর কারখানা থেকে প্রায় ২৫০০ প‍্যাকেট নকল চানাচুর উদ্ধার হয়। এর পরেই এস আই অলোকেশ বন্দ্যোপাধ্যায় নেতত্বে পুলিশ ওই কারখার মালিক সঞ্জয় কুমার বৈদ‍্যকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়।
advertisement
4/4
পুলিশ সূত্রে জানা যায় রানিগঞ্জের শিশুবাগান এলাকার এক ব্যবসায়ীর সস্তিক ব্র‍্যাণ্ডের ট্রেড মার্ক ব‍্যবহার করে কারখানা চালানো হচ্ছিল। রানীগঞ্জের ওই ব্যবসায়ী পুলিশকে অভিযোগ জানায়। অভিযোগ পাওয়ার পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশের ইবি বিভাগ তদন্তে নেমে আসানসোলের দক্ষিণ থানা এলাকায় আকাশ ফুড প্রোডাক্ট নামের আড়ালে চলছে নকল চানাচুর তৈরি করার কাজ। এরপরই পুলিশ কারখানার মালিককে গ্রেপ্তার করে। Input- Dipak Sharma
বাংলা খবর/ছবি/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: যে চানাচুর খাচ্ছেন সেটা বুঝেশুনে খাচ্ছেন তো! পাওয়া গেল নকল চানাচুর তৈরির কারখানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল