Paschim Bardhaman News : দুর্গাপুরে জোর দৌড়াদৌড়ি, ড্রেনের জলে হুড়মুড়িয়ে ভেসে আসছে ৫০০ টাকার নোট, তারপর
- Published by:Debalina Datta
Last Updated:
হিন্দি সিনেমা নাকি রে বাবা! ড্রেনের জলে ভাসছে ৫০০ টাকার নোট, হুড়োহুড়ি দুর্গাপুরে...
advertisement
1/5

#দুর্গাপুর : ‘‘বানের জলে ভেসে আসা’’ - বাংলার অন্যতম পরিচিত প্রবাদ বাক্য। যে শব্দবন্ধ গুরুত্বহীন কোনও কিছু বোঝাতে হামেশাই ব্যবহার করেন মানুষজন। তেমনি এক ভেসে আসার ঘটনা প্রত্যক্ষ করা গিয়েছে কাঁকসার কালিনগর এলাকায়। যদি তা বানের জলে নয়, ভেসে এসেছে ড্রেনের জলে! আবার যে জিনিসটা ভেসে এসেছে, তা মোটেও গুরুত্বহীন নয়। বর্তমান দিনে সেই জিনিস ছাড়া এক মুহূর্ত চলা কার্যত অসম্ভব। ড্রেনের জলে ভেসে এসেছে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ, সংগ্রহকারীদের মতামত এমনটাই। আসলে কাঁকসার কালিনগর এলাকায় গত সন্ধ্যার দিকে হঠাৎই ড্রেনে ভেসে আসতে শুরু করে ৫০০ টাকার নোট। যা সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে। ড্রেনে নেমে টাকা সংগ্রহ করতে শুরু করেন স্থানীয় মানুষজন। যে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
2/5
জানা গিয়েছে, গত সন্ধ্যায় কাকসার কালিনগর এলাকার একটি ড্রেনে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট ভেসে আসতে শুরু করে। মুষলধারে বৃষ্টির পর, স্থানীয়দের দু -একজন প্রত্যক্ষ করেন ড্রেনে ৫০০ টাকার নোট ভেসে আসছে। সঙ্গে সঙ্গে টাকা কুড়ানোর হিড়িক পড়ে যায় এলাকায়। খবর চাউর হতেই ড্রেনের আশপাশে ভিড় করেন স্থানীয় বহু মানুষ। বেশিরভাগ মানুষ ড্রেনে নেমে টাকা কুড়ানোর জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। প্রচুর পরিমাণ ৫০০ টাকার নোট এদিন কালিনগর এলাকার ওই ড্রেনে ভেসে আসে। উল্লেখ্য, কাঁকসার আরা মোড় থেকে কালিনগর হয়ে ওই নিকাশি নালাটি চলে গিয়েছে। এলাকার নিকাশি ব্যবস্থার জন্যই ওই ড্রেনটি রয়েছে। মুষলধারে বৃষ্টি হওয়ার পরেই ওই নিকাশি নালা দিয়ে বহুল পরিমাণ টাকা ভেসে আসতে শুরু করে।
advertisement
3/5
তবে কিভাবে এত পরিমান পাঁচশো টাকার নোট ড্রেনের জলে ভেসে এল, তা কেউই বুঝতে পারছেন না। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ কর্মীরা। কিন্তু ততক্ষণে ড্রেনের জলে ভেসে আসার টাকা উধাও হয়ে গিয়েছে। স্থানীয় বহু মানুষজন ওই ড্রেন থেকে টাকা কুড়িয়ে পকেটস্থ করে ততক্ষণে বাড়ির পথে হাঁটা দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
4/5
নোট বন্দির পরবর্তী সময়ে এইভাবে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। কিন্তু এই সময় হঠাৎ করে ড্রেনের জলে টাকা ভেসে আসার ঘটনা নিয়ে চিন্তিত সকলেই। কিভাবে এত পরিমাণ টাকা ড্রেনের জলে ভেসে এল, বা কারা এই কর্মকাণ্ডের পেছনে রয়েছে, তার তদন্ত শুরু হয়েছে৷
advertisement
5/5
কোন ব্যক্তি তাদের হিসাব বহির্ভূত টাকা এভাবে ড্রেনের জলে ফেলে দিয়েছেন কিনা, তা নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে বেশ কিছু মানুষজন বলছেন, এ সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি তৎপর রয়েছে। কয়লা কাণ্ডের তদন্তে নেমে বেশ কয়েকজন প্রভাবশালী, এমনকি ইসিএল কর্তাদের গ্রেফতার করা হয়েছে। স্বাভাবিকভাবেই সেই ঘটনায় যুক্ত থাকা কোন ব্যক্তি এমন কাণ্ড ঘটাতে পারেন বলে অনুমান করছেন অনেকে। তবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে। পাশাপাশি তদন্ত শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। Input- Nayan Ghosh
বাংলা খবর/ছবি/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News : দুর্গাপুরে জোর দৌড়াদৌড়ি, ড্রেনের জলে হুড়মুড়িয়ে ভেসে আসছে ৫০০ টাকার নোট, তারপর