Maha Shivratri 2023: দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধাম, লিঙ্গ অভিষেকের রইল ফটো
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
দেশজুড়ে যে ১২ টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেখানে মহা শিবরাত্রি পালনের উন্মাদনা দেখা যায় তুঙ্গে। ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ ধাম এই বারো জ্যোতির্লিঙ্গের অন্যতম।
advertisement
1/8

দেওঘর: মহা শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ভিড় উপচে পড়ল ১২ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধামে। শিবরাত্রি উপলক্ষে এখানে বিভিন্ন রাজ্য থেকে বহু ভক্তরা এসে ভিড় করেছেন মহাদেবের মাথায় জল ঢালার জন্য।
advertisement
2/8
বহু ভক্ত আগমনের কথা মাথায় রেখে করা প্রশাসনিক স্তরে প্রস্তুতি নেওয়া হয়েছিল আগে থেকেই। নানা ব্যবস্থা রাখা হয়েছে মন্দির সংলগ্ন এলাকা জুড়ে। অন্যদিকে দেবাদিদেবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের উৎসাহ রয়েছে চোখে পড়ার মতো।
advertisement
3/8
পঞ্জিকা অনুযায়ী শিবরাত্রি মহা তিথি শুরু হওয়ার আগে থেকেই ভক্তরা মন্দিরে লম্বা লাইন দিয়েছিলেন শিবলিঙ্গে জল ঢালার জন্য।
advertisement
4/8
প্রসঙ্গত, মহা শিবরাত্রি তিথি হিন্দু ধর্মের কাছে বিশেষভাবে গুরুত্ব রাখে। জ্যোতিষ মতে যেমন এই তিথির গুরুত্ব রয়েছে আলাদাভাবে, তেমনভাবে সমস্ত শিব ভক্ত সহ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শিবরাত্রি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
advertisement
5/8
কথিত আছে এই মহা তিথিতে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল। স্বাভাবিকভাবেই গোটা দেশজুড়ে মহা শিবরাত্রি পালন করা হয় মহাসামারহে। তবে দেশজুড়ে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেখানে শিবরাত্রি পালনের উন্মাদনা দেখা যায় তুঙ্গে।
advertisement
6/8
ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ ধাম এই ১২ জ্যোতির্লিঙ্গের অন্যতম। স্বাভাবিকভাবেই সেখানে শিবরাত্রি উপলক্ষে ব্যাপক ভক্ত সমাগম হয়েছে।
advertisement
7/8
ভক্তদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, তার জন্য মন্দির কমিটি এবং প্রশাসন সম্মিলিতভাবে নানান ব্যবস্থা করেছে। শিবরাত্রি তিথিতে বিশেষ শোভাযাত্রা এবং বরযাত্রী যাওয়ার প্রথা প্রচলিত রয়েছে এখানে।
advertisement
8/8
সেই উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। তবে একই সঙ্গে মহাদেবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় নজর কেড়েছে সবার। Input- Nayan Ghosh
বাংলা খবর/ছবি/পশ্চিম বর্ধমান/
Maha Shivratri 2023: দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধাম, লিঙ্গ অভিষেকের রইল ফটো