Asansol News: একছাদের তলায় সেলফি তুলুন বচ্চন, কোহলি, শাহরুখের সঙ্গে! থাকবে আরও নানা চমক
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
সপ্তাহের একটাই ছুটির দিন। কোথায় ঘুরতে যাবেন বুঝে উঠতে পারছেন না? ঘুরে আসুন আসানসোল থেকে। এখানেই রয়েছে একটি ওয়াক্স মিউজিয়াম।
advertisement
1/5

সপ্তাহের একটাই ছুটির দিন। কোথায় ঘুরতে যাবেন বুঝে উঠতে পারছেন না? ঘুরে আসুন আসানসোলের মহিশিয়ায়। এখানেই রয়েছে একটি ওয়াক্স মিউজিয়াম। সঙ্গে রাজস্থানের শীষ মহলেরও দেখা পাবেন আপনি। ওয়াক্স মিউজিয়ামে গিয়ে সামনে থেকে দেখতে পাবেন একাধিক তারকাকে।
advertisement
2/5
অমিতাভ বচ্চন থেকে বিরাট কোহলি, শাহরুখ খান থেকে নীরজ চোপড়া, জ্যোতি বসু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, চার্লি চ্যাপলিন থেকে সুশান্ত সিং রাজপুত-সহ বিভিন্ন তারকাদের মোমের মূর্তি রয়েছে এখানে।
advertisement
3/5
শিল্পী সুশান্ত রায় নিজের মিউজিয়ামে রাজনীতি, খেলার ময়দান আর বিনোদন জগতের তারকাদের একসঙ্গে তুলে ধরেছেন। নিজের প্রচেষ্টায় মিউজিয়ামটি গড়ে তুলেছেন তিনি। মোমের মূর্তি তৈরিই তাঁর পেশা। একাধিক জায়গায় সুশান্ত রায়ের হাতে তৈরি মোমের মূর্তি রয়েছে।
advertisement
4/5
তবে মোমের মূর্তি তৈরি করা সহজ নয় মোটে। একাধিক ছবি দেখে এই মাপ তৈরি করতে হয়। তারপর সেই মূর্তি সাজিয়ে তুলতে হয় পোশাক দিয়ে। যে প্রেক্ষাপটে যে মূর্তি তৈরি করা হয়েছে, সেই সম্পূর্ণ দৃশ্যটিকে সাজিয়ে তুলতে হয়। সবশেষে বসানো হয় মাথার চুল। এক্ষেত্রে অনেক সময় শিল্পীর সুশান্ত রায়কে তাঁর মেয়ে সাহায্য করেন।
advertisement
5/5
এখানে এসে তারকাদের সঙ্গে সেলফি তোলার ক্ষেত্রেও কোন বিধি-নিষেধ নেই। দেদার সেলফি তুলতে পারেন এখানে। এই মিউজিয়ামে ঢোকার জন্য আপনাকে ৫০ টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে। তাহলেই সমগ্র মিউজিয়ামটি ঘুরে দেখতে পাবেন।
বাংলা খবর/ছবি/পশ্চিম বর্ধমান/
Asansol News: একছাদের তলায় সেলফি তুলুন বচ্চন, কোহলি, শাহরুখের সঙ্গে! থাকবে আরও নানা চমক