TRENDING:

নিমিষে চুরি গোপন ছবি, ভিডিও সব, এই কাজ না করলে জুম অ্যাপে মারাত্মক বিপদ

Last Updated:
একাধিক সমস্যা তৈরি হয়েছে জুম ভিডিও কনফারেন্সি অ্যাপে৷
advertisement
1/5
নিমিষে চুরি গোপন ছবি, ভিডিও সব, এই কাজ না করলে জুম অ্যাপে মারাত্মক বিপদ
একাধিক সমস্যা তৈরি হয়েছে জুম ভিডিও কনফারেন্সি অ্যাপে৷ সেই কারণেই সতর্কতা জারি করেছে কেন্দ্র৷ সকলকেই দ্রুত এই প্ল্যাটফর্ম আপডেট করতে নির্দেশ দিয়েছে কেন্দ্র৷
advertisement
2/5
কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের পক্ষ থেকে একটি সতর্কতার পক্ষ থেকে বলা হয়েছে, একাধিক সাইবার নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে এই অ্যাপে৷ অনেক ক্ষেত্রেই রিমোট সাইবার অ্যাটাকররা ঢুকে পড়ছেন মিটিংয়ে৷
advertisement
3/5
আর হ্যাক করে চরম কাণ্ড ঘটাচ্ছেন হ্যাকাররা৷ তাঁরা ইউজারদের থেকে সরাসরি, ভিডিও, অডিও ও ছবির ফাইল চুরি করছেন৷ ফলে আপনার গোপন ছবি পৌঁছে যাচ্ছে হ্যাকারদের কাছে৷
advertisement
4/5
সরকার এবং জুম কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, CVE-2022-28758, CVE-2022-28759 ও CVE-2022-28760 এফেক্ট পড়েছে জুমে৷
advertisement
5/5
সেই কারণেই কেন্দ্রীয় সরকার ও জুমের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি এড়াতে ব্যবহারকারীরা যেন দ্রুত তাঁদের অ্যাপ আপডেট করে নেন৷ তাঁদের মোবাইলে অ্যাপটি আপডেট করে নিতে হবে৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
নিমিষে চুরি গোপন ছবি, ভিডিও সব, এই কাজ না করলে জুম অ্যাপে মারাত্মক বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল