Zomato-এর দারুণ কৌশল, আপনাকে খাবার পৌঁছে দেবে আপনার সঙ্গে দেখা না করেই !
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Zomato চালু করেছে কন্টাক্টলেস ডেলিভারি অপশন
advertisement
1/6

করোনা ভাইরাসের সংক্রমণকে ছড়ানোর থেকে আটকাতে ফুড ডেলিভারি অ্যাপ Zomato চালু করেছে কন্টাক্টলেস ডেলিভারি অপশন। Zomato এই উদ্যোগ সামাজিক দূরত্ব প্রচার করার জন্য। এর ফলে গ্রাহক আর ডেলিভারি বয়ের মধ্যে কোনও কথোপকথন বা কেী কারুর সংস্পর্শে না আসে।
advertisement
2/6
কী এই কন্টাক্টলেস ডেলিভারি অপশন? এটা খুবই সহজ একটি পদ্ধতি। সবার প্রথমে গ্রাহককে Zomato অ্যাপ গিয়ে কোনও একটি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিতে হবে। এর পর গ্রাহককে কন্টাক্টলেস ডেলিভারি অপশন সিলেক্ত করতে হবে।
advertisement
3/6
অর্ডার হয়ে যাবারপর ডেলিভারি এক্সিকিউটিভ বা ডেলিভারি বয় আপনার অর্ডার নিয়ে আপনার ঘরের দরজার বাইরে কোনও একটি পরিস্কার জায়গায় (টেবিল বা প্লাটফর্ম) আপনার খাবার রেখে দেবে। নিয়ে সেতার ফটো তুলে আপনাকে পাঠিয়ে দেবে।
advertisement
4/6
জোমাটোএরপর আপনি সেই নির্দিষ্ট জায়গা থেকে খাবার উঠিয়ে নিন আর বাড়িতে বসে মনের আনন্দে খাবার এঞ্জয় করুন। এই কন্টাক্টলেস ডেলিভারি অপশনটি কিন্তু শুধু মাত্র প্রিপেড অর্ডারের জন্য প্রযোজ্য, পে অন ডেলিভারির জন্য নয়।
advertisement
5/6
ইতমধ্যেই এই ফিচারটি iPhone-এর জন্য রোল আউট করেছে Zomato। এই ফিচারতি পেয়ে আপনাকে শুধু অ্যাপ স্তরে গিয়ে অ্যাপ আপডেট করলেই হবে। Zomato-এর এই ফিচারটি ওই সব গ্রাহকদের জন্য যারা এই ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার করে খাবার অর্ডার দেয়।
advertisement
6/6
COVID-19-কে ছড়ানোর থেকে আটকানোর জন্য Zomato রেস্টুরেন্টগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। কোম্পানি সুনিশ্চিত করছে যে খাবার প্যাকেজিং করার সময় সব নিয়মের পালন করা হচ্ছে।