TRENDING:

ATM ব্যবহারের সময় খেয়াল রাখুন এই জিনিসগুলি, খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গুরুত্বপূর্ণ পরামর্শ SBI-এর

Last Updated:
প্রতারণার থেকে রক্ষা পেতে মনে রাখুন এই বিষয়গুলিকে
advertisement
1/7
ATM ব্যবহারের সময় খেয়াল রাখুন এই জিনিসগুলি, খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
সম্প্রতি অনলাইন ব্যাঙ্কিং আর এটিএম ফ্রডের ঘটনা বেড়ে গিয়েছে ৷ এতেই রীতিমত ভয় পেয়ে গিয়েছেন এটিএম ব্যবহারকারীরা ৷ কারণ এখন প্রায় প্রত্যেকেই এটিএম ব্যবহার করেন টাকা তোলার জন্য ৷ এই প্রতারণর হাত থেকে বাঁচতে দরকা সচেতনতা। কার্ড ব্যবহারকারী একটু সচেতন হলেই কার্ড জালিয়াতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)এই বিষয়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা।
advertisement
2/7
ব্যাঙ্ক প্রচারিত এই নির্দেশনামায় বলা হয়েছে, এটিএম কার্ড ব্যবহারকারীদের কয়েকটি বিশেষ দিকে নজর রাখতে হবে। যেমন‌— ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কখনও ফোনে সেভ করবেন না - SBI বলচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনলাইন বাঙ্কিং-এর তথ্য কখনও ফোনে সেভ করে রাখবেন না। এমন কী এই সব তথ্যের ছবি তুলেও ফোনে রাখবেন না। ফোন থেকে চুরি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, এটিএম পিন ইত্যাদি।
advertisement
3/7
স্টেট ব্যাঙ্কেরনিজের এটিএম কার্ড নিজেই ব্যবহার করুন। কোনও কাউকে নিজের কার্ড ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এছাড়াও কার্ডের ডিটেল কখনও শেয়ার করা উচিত নয়। এমন করলে আপনার অ্যাকাউন্টের তথ্য লিক কর‍্যে যেতে পারে। আপনার অনুমতি ছাড়াই লেন দেন ও হতে পারে। নতুন এটিএম কার্ড এবার আপনি বাড়িতে বসেই অ্যাক্টিভেট করতে পারবেন ৷ দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ পরিষেবা ৷ এসবিআই গ্রাহকরা এবার থেকে তাদের কার্ড অনলাইনে অ্যাক্টিভেট করতে পারবেন ৷ তবে তার জন্য গ্রাহকদের কাছে নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা থাকতে হবে ৷ দেখে নিন পুরো প্রক্রিয়া ৷
advertisement
4/7
পিন ব্যবহারের সময় অন্য হাত দিয়ে তা গোপন করুন, যাতে কোন লুকনো ক্যামেরা আপনার পিনের ছবি তুলে না নিতে পারে।
advertisement
5/7
ATM থেকে বেরনোর আগে 'ক্যানসেল' বাটন টিপে অপেক্ষা করুন । ওয়েলকাম স্ক্রিন এলে তবেই কাউন্টার ছাড়বেন। তার এক মুহূর্তও আগে নয়।
advertisement
6/7
কখনও কাউকে OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড), পিন নম্বর, ডেবিট বা ক্রেডিট কার্ডের CVV দেবেন না । ব্যাঙ্কের মতে, এই ভাবেী বেশির ভাগ ফ্রড হয়ে থাকে। প্রতারকরা ব্যাঙ্কের নাম নিয়ে ফোন করে আপান্র কার্ড ব্লক হয়ে গেছে, তাই অ্যাক্টিভেট করার নামে আপনাকে OTP পাঠিয়ে সেটা জেনে নেয়, আর কার্ডের CVV-ও জেনে নেয়। এরম কল থেকে সাবধান থাকুন।
advertisement
7/7
SBI ট্যুইট করেছে বলেজে যে ব্যাঙ্ক কখনও গ্রাহক থেকে ইউজার আইডি, পাসওয়ার্ড, এটিএম পিন নম্বর, CVV নম্বর, OTP বা UPI নম্বর চায় না। তাই যে কোনও Transaction করার আগে এইগুলো মাথায় রাখা দরকার।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ATM ব্যবহারের সময় খেয়াল রাখুন এই জিনিসগুলি, খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গুরুত্বপূর্ণ পরামর্শ SBI-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল