TRENDING:

YouTube: দরকার মাত্র ৫০০ সাবস্ক্রাইবার! YouTube থেকেই কামাতে পারবেন প্রচুর টাকা

Last Updated:
এই পরিবর্তন প্রাথমিক কার্যকর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াতে।
advertisement
1/8
দরকার মাত্র ৫০০ সাবস্ক্রাইবার! YouTube থেকেই কামাতে পারবেন প্রচুর টাকা
YouTube-এর নীতিতে আসছে বেশ কিছু পরিবর্তন। মনে করা হচ্ছে, যাঁরা কনটেন্ট তৈরি করেন, এবার তাঁদের জন্য আসছে সুসংবাদে। Google অধীনস্থ জনপ্রিয় ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মটি ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ বা YPP-এর জন্য যোগ্যতামানে কিছু পরিবর্তন আনছে বলে জানা গিয়েছে।
advertisement
2/8
কনটেন্ট ক্রিয়েটরদের এবার থেকে YPP অ্যাক্সেস করতে হলে ৫০০ সাবস্ক্রাইবার প্রয়োজন হবে। এর আগে YouTube মাত্র ২৫০ সাবস্ক্রাইবার দাবি করত।
advertisement
3/8
তবে এতদিন যে চার হাজার ঘণ্টা ‘ভ্যালিড ওয়াচ আওয়ার’-এর সীমা ছিল তা কমিয়ে তিন হাজার করা হয়েছে। একই ভাবে, Shorts দেখার থ্রেশহোল্ড ১০ মিলিয়ন থেকে কমিয়ে ৩ মিলিয়ন করা হয়েছে।
advertisement
4/8
জানা গিয়েছে, এই পরিবর্তন প্রাথমিক কার্যকর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াতে। ক্রিয়েটরদের চ্যানেল বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলি স্বয়ংক্রিয় ভাবে বিজ্ঞাপনদাতাদের থেকে হওয়া উপার্জন ভাগাভাগি করতে পারে। একবার তারা YPP-র মানদণ্ড পূরণ করতে পারলে সেই সুবিধা আরও বেশি পাওয়া যাবে।
advertisement
5/8
এদিকে YouTube Shorts নির্মাতাদের অর্থ প্রদানের জন্য একাধিক নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। যেমন পেইড চ্যাট, টিপিং, চ্যানেল মেম্বারশিপ এবং শপিং ফিচার ইত্যাদি। সংস্থার তরফে আরও উল্লেখ করা হয়েছে, Shorts নির্মাতাদের বিজ্ঞাপন থেকে আয় করতে গেলে দর্শকের সংখ্যা বাড়াতে হবে।
advertisement
6/8
এছাড়া, আগে ‘শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রাম’ শুধুমাত্র নির্দিষ্ট ক্রিয়েটরদের জন্য আমন্ত্রণ ভিত্তিক ছিল। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাচ্ছে অন্য অফার। ন্যূনতম ২০ হাজার গ্রাহক রয়েছে এমন YPP অংশগ্রহণকারীরা এই সুবিধা পাবেন।
advertisement
7/8
অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে ক্রিয়েটররা তাঁদের কনটেন্টে অন্য ব্র্যান্ড এবং ক্রিয়েটরদের পণ্য দেখানোর সুযোগ পাবেন।
advertisement
8/8
এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংস্থার তরফে একটি নতুন ফিচার আনা হয়েছে। এখানে খোলা হয়েছে একটি নতুন মার্কেটপ্লেস, ক্রিয়েটর মিউজিক। এই নতুন সংযোজন মার্কিন যুক্তরাষ্ট্রে YPP-তে ক্রিয়েটরদের সহজ উপায়ে তাঁদের ভিডিওতে সঙ্গীত ব্যবহারের সুযোগ করে দিয়েছিল। এখানে তাঁরা ক্যাটালগ অ্যাক্সেস করতে পারেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
YouTube: দরকার মাত্র ৫০০ সাবস্ক্রাইবার! YouTube থেকেই কামাতে পারবেন প্রচুর টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল