TRENDING:

Air Conditioner : এসি শীতকালেই কেনা উচিত! কী কী লাভ হয় জানেন? টাকা তো বাঁচবেই, আরও অনেক কারণ, জেনে রাখুন

Last Updated:
Air Conditioner : শীতকালে এসির বিক্রি কম। ফলে বাড়তি ডিসকাউন্ট পেতে পারেন, দাম-দর করতে পারবেন। এক্সচেঞ্জ, ক্যাশব্যাক-এর বাড়তি সুবিধা পেতে পারেন। স্টক ক্লিয়ারেন্সের জন্য অনেক দোকান কম দামে এসি বিক্রি করে দেয় এই সময়।
advertisement
1/6
এসি শীতকালেই কেনা উচিত! কী কী লাভ হয় জানেন? টাকা তো বাঁচবেই, আরও অনেক কারণ...
ঠিক কোন সময়ে এসি কেনা সঠিক! এই নিয়ে নানা মুনি নানা মত। অনেকে বলেন, শীত চলে যাওয়ার পর ও গরম আসার আগের সময়টা সেরা। অনেকে আবার বলেন, প্রবল গরমে এসি কেনা সঠিক!
advertisement
2/6
বিশেষজ্ঞদের একাংশ আবার বলছেন, শীতকালই এসি কেনার সেরা সময়। শীতের এই সময় এসি কিনলে কিছু লাভ আপনি পেতে পারেন। সেগুলি নিয়ে আজ আলোচনা করা যাক।
advertisement
3/6
শীতের এই সময়টাতে অনেকে এসি কিনে ফেলেন। কারণ এই সময় এসি-র দাম কিছুটা কম থাকে। এর পর মার্চ মাসের আগে আবার এসির দাম বাড়তে শুরু করে। এবার নতুন বছরে এসির দাম অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/6
এবার জেনে নেওয়া যাক, শীতকালে এসি কেনার লাভ কী কী! প্রথমত, শীতের এই সময় দূষণ বাড়ে। ফলে যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁদের চিকিৎসকরা এই সময় এসি রুমে থাকতে বলেন।
advertisement
5/6
শীতকালে এসির বিক্রি কম। ফলে বাড়তি ডিসকাউন্ট পেতে পারেন, দাম-দর করতে পারবেন। এক্সচেঞ্জ, ক্যাশব্যাক-এর বাড়তি সুবিধা পেতে পারেন। স্টক ক্লিয়ারেন্সের জন্য অনেক দোকান কম দামে এসি বিক্রি করে দেয় এই সময়।
advertisement
6/6
গরমের সময় প্রচুর এসি বিক্রি হয়। ফলে ইনস্টল-এর জন্য টেকনিশিয়ানরা খুব চাপে থাকেন। তখন এসি কিনলেও তা আপনার বাড়িতে ইনস্টল হতে সময় লেগে যেতে পারে। এই সময় এসি বিক্রি কম হয়। ফলে টেকনিশিয়ানদের উপর চাপ কম থাকে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Air Conditioner : এসি শীতকালেই কেনা উচিত! কী কী লাভ হয় জানেন? টাকা তো বাঁচবেই, আরও অনেক কারণ, জেনে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল