Air Conditioner : এসি শীতকালেই কেনা উচিত! কী কী লাভ হয় জানেন? টাকা তো বাঁচবেই, আরও অনেক কারণ, জেনে রাখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Air Conditioner : শীতকালে এসির বিক্রি কম। ফলে বাড়তি ডিসকাউন্ট পেতে পারেন, দাম-দর করতে পারবেন। এক্সচেঞ্জ, ক্যাশব্যাক-এর বাড়তি সুবিধা পেতে পারেন। স্টক ক্লিয়ারেন্সের জন্য অনেক দোকান কম দামে এসি বিক্রি করে দেয় এই সময়।
advertisement
1/6

ঠিক কোন সময়ে এসি কেনা সঠিক! এই নিয়ে নানা মুনি নানা মত। অনেকে বলেন, শীত চলে যাওয়ার পর ও গরম আসার আগের সময়টা সেরা। অনেকে আবার বলেন, প্রবল গরমে এসি কেনা সঠিক!
advertisement
2/6
বিশেষজ্ঞদের একাংশ আবার বলছেন, শীতকালই এসি কেনার সেরা সময়। শীতের এই সময় এসি কিনলে কিছু লাভ আপনি পেতে পারেন। সেগুলি নিয়ে আজ আলোচনা করা যাক।
advertisement
3/6
শীতের এই সময়টাতে অনেকে এসি কিনে ফেলেন। কারণ এই সময় এসি-র দাম কিছুটা কম থাকে। এর পর মার্চ মাসের আগে আবার এসির দাম বাড়তে শুরু করে। এবার নতুন বছরে এসির দাম অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/6
এবার জেনে নেওয়া যাক, শীতকালে এসি কেনার লাভ কী কী! প্রথমত, শীতের এই সময় দূষণ বাড়ে। ফলে যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁদের চিকিৎসকরা এই সময় এসি রুমে থাকতে বলেন।
advertisement
5/6
শীতকালে এসির বিক্রি কম। ফলে বাড়তি ডিসকাউন্ট পেতে পারেন, দাম-দর করতে পারবেন। এক্সচেঞ্জ, ক্যাশব্যাক-এর বাড়তি সুবিধা পেতে পারেন। স্টক ক্লিয়ারেন্সের জন্য অনেক দোকান কম দামে এসি বিক্রি করে দেয় এই সময়।
advertisement
6/6
গরমের সময় প্রচুর এসি বিক্রি হয়। ফলে ইনস্টল-এর জন্য টেকনিশিয়ানরা খুব চাপে থাকেন। তখন এসি কিনলেও তা আপনার বাড়িতে ইনস্টল হতে সময় লেগে যেতে পারে। এই সময় এসি বিক্রি কম হয়। ফলে টেকনিশিয়ানদের উপর চাপ কম থাকে।