TRENDING:

WhatsApp Tips: WhatsApp চ্যাট গোপন রাখতে চান? জেনে নিন কীভাবে লুকিয়ে রাখবেন

Last Updated:
WhatsApp Tips: হোয়াটসঅ্যাপ চ্যাট লুকিয়ে বা আড়ালে রাখবেন কীভাবে? ডিলিট বা আর্কাইভ না করে? জেনে নিন সহজ পদ্ধতি
advertisement
1/6
WhatsApp চ্যাট গোপন রাখতে চান? জেনে নিন কীভাবে লুকিয়ে রাখবেন
সারা বিশ্বে জনপ্রিয়তার শিখরে রয়েছে WhatsApp। লক্ষ লক্ষ মানুষ এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। এই এক প্ল্যাটফর্মের মাধ্যমেই ইউজাররা চ্যাট, কল, ভিডিও কল করে অন্যদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারেন। এছাড়াও নতুন নতুন ফিচার আনার জন্য অবিরাম কাজ করে চলেছে WhatsApp।
advertisement
2/6
কিন্তু কখনও কখনও ব্যবহারকারীরা নির্দিষ্ট কিছু কথোপকথন ডিলিট না করেই প্রাইভেট রাখতে চান। এক্ষেত্রে আর্কাইভ ফিচার একটা ভাল বিকল্প। তবে আরও চ্যাট গোপন করার আরও কিছু কৌশল রয়েছে। স্ট্যান্ডার্ড আর্কাইভ ফাংশনের বাইরে গিয়ে আজ আমরা WhatsApp চ্যাট গোপন করার পন্থা জেনে নেব।
advertisement
3/6
WhatsApp চ্যাটের গোপনীয়তা বজায় রাখার গাইড: ১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনে WhatsApp খুলতে হবে। ২. যে চ্যাট বা যে চ্যাটগুলি গোপন রাখতে চান, সেটি বা সেগুলি সিলেক্ট করতে হবে। ৩. এবার স্ক্রিনের ডান দিকের কোণে তিনটি ডট অপশনে ট্যাপ করতে হবে।
advertisement
4/6
৪. এখানে Lock Chat-এ ট্যাপ করতে হবে। ৫. এবার স্ক্রিনে একটি পপ-আপ ভেসে উঠবে। যেখানে লেখা থাকবে Keep this chat locked and hidden। ৬. এরপর সিলেক্টেড চ্যাটগুলি লক করার জন্য Continue-এ ট্যাপ করতে হবে।
advertisement
5/6
এর মাধ্যমে ব্যবহারকারী চ্যাট ব্লক করতে পারবেন। যেগুলি ফোনের বায়োমেট্রিক, মুখ অথবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খোলা যায়। এর পাশাপাশি মনে রাখতে হবে যে, চ্যাট লক করা থাকলে নোটিফিকেশন কন্ট্যাক্ট এবং কন্টেন্ট দুইই গোপন থাকবে। নোটিফিকেশনে দেখা যাবে WhatsApp: 1 new message।
advertisement
6/6
তবে এবার যদি এই চ্যাটগুলি ব্যবহারকারী পাবলিক করতে চান, তাহলে তাঁকে লকড চ্যাটস ফোল্ডারে যেতে হবে। এবার যেটি আনব্লক করতে চাইছেন, সেটি সিলেক্ট করতে হবে। এবার থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে এবং এরপর Unblock chat-এ ট্যাপ করতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp Tips: WhatsApp চ্যাট গোপন রাখতে চান? জেনে নিন কীভাবে লুকিয়ে রাখবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল