Google Pay, Paytm কে টেক্কা দিতে এই বছরই বাজেরে আসছে WhatsApp Pay
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই বছরের শেষভাগের মধ্যেই WhatsApp-এর এই নতুন এই ফিচার চলে আসবে ভারতে।
advertisement
1/8

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)।
advertisement
2/8
নিজের জনপ্রিয়াতা আরও বাড়াতে এবার WhatsApp নিয়ে আসতে চলেছে ‘হোয়াটসঅ্যাপ পে’(WhatsApp Pay)। বৃহস্পতিবার নয়াদিল্লির এক ইভেন্টে এমনই জানিয়েছেন সংস্থার গ্লোবাল হেড উইল ক্যাথকার্ট।
advertisement
3/8
2018 সালে হোয়াটসঅ্যাপ পেমেন্টের বিটা ভার্সান লঞ্চ হয়েছিল। এই বছরের শেষভাগের মধ্যেই WhatsApp-এর এই নতুন এই ফিচার চলে আসবে ভারতে।
advertisement
4/8
ইউপিআই (UPI) ভিত্তিক এই অর্থ লেনদেন ব্যবস্থা ক্ষুদ্র ও মাঝারি মাপের ব্যবসায়ীরাও ব্যবহার করতে পারবেন তাদের ব্যবসায়িক লেনদেনের জন্য।
advertisement
5/8
2018-র ফেব্রুয়ারিতে ডিজিটাল লেনদেন পরিষেবা WhatsApp Pay আনার কথা ঘোষণা করেছিল সংস্থা, কিন্তু এ দেশে ডিজিটাল পেমেন্টের সব শর্ত পূরণ না করতে পারার জন্যই আঁটকে যায় এই পরিষেবা।
advertisement
6/8
“ভারতের মানুষ মোবাইল থেকে বেশি ইন্টারনেট ব্যবহার করেন। তাই ভারতে ডিজিটাল ওয়ালেট আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই বিভাগে এক নম্বর হয়ে উঠতে পারে হোয়াটসঅ্যাপ পেমেন্ট।” জানিয়েছেন কাউন্টার পয়েন্ট রিসার্চ অ্যাসোসিয়েট ডিরেক্টর তরুন পাঠক।
advertisement
7/8
সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছিল 2023 সালে ভারতে 1 ট্রিলিয়ান মার্কিন ডলার ডিজিটাল লেনদেন হবে।
advertisement
8/8
Google Pay আর PhonePe কে টেক্কা দিতে পেমেন্ট সার্ভিস নিয়ে আসছে জনপ্রিয় এই মেসেজিং সার্ভিস