TRENDING:

WhatsApp-এ আসছে ‘পেরেন্টাল কন্ট্রোল’! এখন সন্তানদের চ্যাট ও নিরাপত্তার রাশ থাকবে বাবা-মায়ের হাতে

Last Updated:
শিশুদের অনলাইন সুরক্ষা বাড়াতে WhatsApp আনছে নতুন পেরেন্টাল কন্ট্রোল ফিচার। অভিভাবকরা শিগগিরই সন্তানের অ্যাক্টিভিটি ট্র্যাক ও প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন
advertisement
1/6
স্ক্যামারদের থেকে বাঁচবে শিশুরা! WhatsApp-এর নতুন ফিচারে নজরদারি করতে পারবেন বাবা-মায়েরা
নিত্য নতুন ফিচার এনে ইউজারদের চমকে দেয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এবার WhatsApp তার ইউজারদের জন্য শিশুদের সুরক্ষার নতুন উপায় পরীক্ষা করছে, যাদের মেসেজিং অ্যাপটিতে সন্দেহজনক ব্যক্তি বা এমনকি স্ক্যামাররা টার্গেট করতে পারে। শীঘ্রই প্ল্যাটফর্মটি অভিভাবকদের তাঁদের সন্তানদের সোশ্যাল মিডিয়া অ্যাপের কার্যকলাপের উপর আরও ভাল নিয়ন্ত্রণ দিয়ে এই ঝুঁকিগুলো কমাতে সাহায্য করার সুযোগ দিতে পারে।
advertisement
2/6
এই ফিচারটি অভ্যন্তরীণভাবে তৈরি করা হচ্ছে এবং টিপস্টার WaBetaInfo এই বিষয়ে কিছু তথ্য তুলে ধরেছে; বলা হচ্ছে যে বিটা ইউজাররা ধীরে ধীরে এই সুবিধা পেতে শুরু করবেন। সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ ট্র্যাক করা কঠিন, কিন্তু WhatsApp সেই সব অভিভাবকদের সাহায্য করতে চায় যাঁরা তাঁদের সন্তানদের আরও ভালভাবে ট্র্যাক করতে চাইছেন।
advertisement
3/6
WhatsApp পেরেন্টাল কন্ট্রোল আপডেট: কী আশা করা যায়- টিপস্টার WhatsApp-এর পেরেন্টাল কন্ট্রোল এবং কীভাবে এটি ডেটা সুরক্ষিত রাখবে ও কারও জন্য অপাঠ্য রাখবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছেন। এটি সম্ভবত ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য কাজ করবে, যেখানে অভিভাবকদের নির্দেশনা সহায়ক হবে। WhatsApp প্রাথমিক কন্ট্রোল নিয়ে কাজ করছে, যার মাধ্যমে সেকেন্ডারি অ্যাকাউন্টে প্রবেশাধিকার থাকবে এবং সেখানে শিশুদের ব্যবহার ট্র্যাক করা হবে।
advertisement
4/6
টিপস্টার আসন্ন ফিচারটির একটি ক্লিপ শেয়ার করেছে এবং এতে মানুষ কী দেখতে পারবে এবং অভিভাবক/প্রাথমিক অ্যাকাউন্ট ব্যবহারকারী কী ট্র্যাক করতে পারবে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। WhatsApp নিশ্চিত করছে যে প্রাথমিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরা শুধুমাত্র চ্যাট এবং অ্যাকাউন্টের কার্যকলাপ সম্পর্কে আপডেট পেতে সক্ষম হবে। তারা অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংসও পরিবর্তন করতে পারবে, যা শিশুদের বিপজ্জনক লিঙ্কে ক্লিক করা বা এমনকি অপরিচিত লোকেদের সঙ্গে চ্যাট করা থেকে বিরত রাখতে পারে।
advertisement
5/6
শিশুদের নিরাপত্তার দিক থেকে দেখলে তারা শুধুমাত্র কন্ট্যাক্ট লিস্টে সেভ করা ব্যক্তিদের মেসেজ এবং কল করতে পারবে এবং এর উল্টোটাও প্রযোজ্য হবে। অভিভাবকরা তাঁদের সন্তানদের প্রোফাইল ছবি, লাস্ট সিন এবং অ্যাবাউট ডিটেইলস কারা দেখতে পারবেন, তাও সীমিত করতে পারবেন।
advertisement
6/6
এখন WhatsApp সর্বত্র ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এর এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত করে যে প্ল্যাটফর্মসহ কেউই এর বিষয়বস্তু পড়তে পারবে না। এবার পেরেন্টাল কন্ট্রোল ফিচার ব্যক্তিগত তথ্য রক্ষার সেই নীতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp-এ আসছে ‘পেরেন্টাল কন্ট্রোল’! এখন সন্তানদের চ্যাট ও নিরাপত্তার রাশ থাকবে বাবা-মায়ের হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল