আপডেট ট্যাবে আসছে নতুন সার্চ ফিচার! WhatsApp-এ মিলবে কী কী সুবিধা, জানুন বিস্তারিত
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
WABetaInfo-র রিপোর্টে বলা হয়েছে, অ্যাপটির আগের ভার্সনে এই ফিচারটি নিয়ে কাজ চলছিল। এবার Android 2.23.21.7 আপডেটে WhatsApp বিটাতে এটি পাওয়া যাবে।
advertisement
1/8

WhatsApp-এ আসছে একের পর এক পরিবর্তন। দীর্ঘদিন এই অ্যাপটি শুধুমাত্র ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবেই কাজ করেছে। যদিও সেই কারণে তার জনপ্রিয়তায় কোথাও কোনও খামতি দেখা যায়নি। এবার Meta-অধীনস্থ এই প্ল্যাটফর্মটি তার আপডেট ট্যাবের জন্য একটি নতুন সার্চ ফিচার চালু করছে। এর সাহায্যে স্টেটাস আপডেট এবং চ্যানেল খুঁজে পাওয়া সম্ভব হবে সহজে।
advertisement
2/8
WABetaInfo-র রিপোর্টে বলা হয়েছে, অ্যাপটির আগের ভার্সনে এই ফিচারটি নিয়ে কাজ চলছিল। এবার Android 2.23.21.7 আপডেটে WhatsApp বিটাতে এটি পাওয়া যাবে। Google Play Store থেকে আপডেট করিয়ে নিতে হবে। তবে এখনও এটি সকলের জন্য নয়।
advertisement
3/8
প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সার্চ বোতামটি টপ অ্যাপ বার-এ পাওয়া যাবে। যার সাহায্যে স্টেটাস আপডেট, ফলো করা চ্যানেল এবং এমনকী অন্য ভেরিফায়েড চ্যানেলও খুঁজে পাওয়া সম্ভব হবে।
advertisement
4/8
কীভাবে বোঝা যাবে এই ফিচার চালু হয়েছে কিনা! প্রথমেই Google Play Store থেকে নিজের WhatsApp-কে আপডেট করিয়ে নিতে হবে। তাতেও যদি না পাওয়া যায়, তাহলে পরপর দু’বার অ্যাপটিকে বন্ধ করতে হবে। মনে করা হচ্ছে, এমন করলেই যোগ্য ব্যবহারকারীর অ্যাপে ওই বোতামটি টপ অ্যাপ বার-এ দেখা দেবে।
advertisement
5/8
প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ফিচারটি খুবই কার্যকরী হবে। এতদিন আপডেট ট্যাবের সাহায্যে কোনও নির্দিষ্ট ব্যক্তির শেয়ার করা স্টেটাস আপডেট সার্চ করা খুবই জটিল ছিল। সেই অভিজ্ঞতাই এবার খানিকটা সরল হবে বলে আশা। চ্যানেলের বিষয়টি আরও অজানা ছিল।
advertisement
6/8
আসলে সর্বশেষ আপডেট-এ Meta-অধীনস্থ অ্যাপটি আবারও স্টেটাস আপডেটের জন্য সার্চ ফিচার চালু করছে। তবে এবার আরও উন্নত হচ্ছে তার কৌশল। ব্যবহারকারীদের ডিরেক্টরিটি না খুলেই ফলো করা বা অন্য ভেরিফায়েড চ্যানেল দ্রুত সার্চ করতে পারবেন।
advertisement
7/8
আপডেট ট্যাবে সার্চ ফিচারটি এখনও সর্বজনীন হয়ে ওঠেনি। নির্দিষ্ট কিছু বিটা টেস্টারই এই ফিচার ব্যবহার করতে পারবেন। Google Play Store থেকে Android-এ সর্বশেষ WhatsApp বিটা ইনস্টল করে নিতে হবে। আগামী দিনে আরও উন্নতি হবে বলেই আশা।
advertisement
8/8
এছাড়াও, WhatsApp ব্যবহারকারীদের জন্য আরও কিছু ফিচার থাকছে। যেমন মেসেজ পিন করে রাখা যাবে অথব, চ্যাট-এর অ্যাটাচমেন্ট মেনু রি-ডিজাইন করা হয়েছে। জানা গিয়েছে, শীঘ্রই, ব্যবহারকারীরা একটি মেসেজকে তাদের চ্যাট-এর একেবারে উপরে পিন করে হাইলাইট করে রাখতে পারবেন।