বদলে যাবে WhatsApp! চেনা সবুজ রঙ কি থাকবে না? জেনে নিন সব পরিবর্তনের সব খুঁটিনাটি
Last Updated:
নতুন ইন্টারফেস আনার সঙ্গে সঙ্গে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি চাইছে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও আধুনিক করে তুলতে। সেই সঙ্গে দৃশ্যত আরও আকর্ষণীয় হয়ে উঠবে অ্যাপটি, এমনই আশা।
advertisement
1/7

বদলে যাবে WhatsApp-এর চেহারা। এমন একটা কানাঘুষো আগে থেকেই শোনা যাচ্ছিল। Meta-অধীনস্থ ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম এবার নতুন রঙে, নতুন নকশায় ইন্টারফেস রি-ডিজাইন করতে চলেছে বলে খবর। ইতিমধ্যেই তা রোল আউট করছে। তবে আপাতত সীমিত সংখ্যক ব্যবহারকারীই এই নতুন নকশার ইন্টারফেস পেতে পারবেন।
advertisement
2/7
নতুন ইন্টারফেস আনার সঙ্গে সঙ্গে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি চাইছে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও আধুনিক করে তুলতে। সেই সঙ্গে দৃশ্যত আরও আকর্ষণীয় হয়ে উঠবে অ্যাপটি, এমনই আশা। গত কয়েক বছরে খুব কম পরিবর্তন হয়েছে WhatsApp-এর ইন্টারফেসে।
advertisement
3/7
তবে, WABetaInfo-এর রিপোর্টে বলা হয়েছে, সংস্থার অফিশিয়ার চেঞ্জলগে এখনও পূর্বের iOS 23.20.79 আপডেট সংক্রান্ত কিছু পরিবর্তন যেমন, চ্যানেল সার্চ বা ফলো করার মতো কিছু ফিচারের উল্লেখ দেখানো হচ্ছে। WABetaInfo-র দাবি, ‘অ্যাপ স্টোরের অফিসিয়াল চেঞ্জলগে উল্লেখ না থাকলেও, আমরা নিশ্চিত করতে পারি যে সীমিত সংখ্যক ব্যবহারকারী নতুন ইন্টারফেস নিয়ে পরীক্ষা করতে পারেন। আগে এটি কিছু বিটা টেস্টারদের মধ্যেই সীমিত ছিল।’
advertisement
4/7
রিপোর্ট অনুযায়ী, নতুন ইন্টারফেসে অ্যাপের প্রধান টিন্ট কালার হিসেবে একটি নতুন সবুজ রঙ আসছে। এছাড়াও, নতুন ডিজাইন করা আইকনগুলি অ্যাপ সেটিংস এবং চ্যাট ইনফো স্ক্রিনের ক্ষেত্রে পাওয়া যাবে। যাঁরা এখনও কোনও পরিবর্তন দেখতে পাচ্ছেন না, তাঁরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পরিবর্তন দেখতে পাবেন।
advertisement
5/7
এজন্য WhatsApp আপডেট রাখা দরকার। কিছু iOS ব্যবহারকারী যাঁরা অ্যাপ স্টোর থেকে সর্বশেষ আপডেট ইনস্টল করেছেন তাঁরা নতুন রঙ এবং আইকন-সহ একটি নতুন ইন্টারফেস ইতিমধ্যেই পেয়েছেন।
advertisement
6/7
এদিকে, সম্প্রতি আর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, Meta-মালিকানাধীন অ্যাপটি চ্যানেলগুলিতে ভয়েস মেসেজ এবং স্টিকার শেয়ার করার জন্য একটি ফিচার নিয়ে কাজ করছে। এখন থেকে চ্যানেলে ভয়েস মেসেজ শেয়ার করা সম্ভব হবে।
advertisement
7/7
বর্তমানে, টেক্সট মেসেজ, ছবি, ভিডিও এবং জিআইএফ-এর মতো বিষয় শুধু চ্যানেলগুলির মাধ্যমে শেয়ার করা যায়।