WhatsApp: অন্য কেউ দেখছে না তো আপনার WhatsApp-এর গোপন চ্যাট? এখনই চেক করুন এই উপায়ে
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp-এ একটি ফিচার উপলব্ধ রয়েছে, যার মাধ্যমে ইউজাররা জানতে পারবেন নিজেদের অ্যাকাউন্ট কোথায় লগ ইন করা হয়েছে।
advertisement
1/7

WhatsApp হল বিশ্বের সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম। সারা বিশ্বে এর অসংখ্য ইউজার রয়েছে। নিজেদের WhatsApp অ্যাকাউন্ট কোথাও লগ ইন করা আছে কি না, বা অন্য কেউ সেই অ্যাকাউন্ট ব্যবহার করছে কি না, তাও পরীক্ষা করা যেতে পারে। কিন্তু, এর জন্য কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।photo source collected
advertisement
2/7
WhatsApp এমন একটি জনপ্রিয় অ্যাপ, যা প্রায় প্রত্যেকের ফোনেই ডাউনলোড করা হয়। মানুষের মধ্যে দূরত্ব কমাতে WhatsApp-এর একটি বড় ভূমিকা রয়েছে। আগে প্রতিটি ছোট কথা বলতে হলে টাকা খরচ করে কল করতে হত অথবা সীমিত টেক্সট দিয়ে এসএমএস পাঠাতে হত। এখন WhatsApp-এর সাহায্যে, ফটো এবং ভিডিও পাঠানোও খুব সহজ হয়ে গিয়েছে। দীর্ঘ ভিডিও, ডকুমেন্ট, কনট্যাক্ট সব কিছু সেকেন্ডের মধ্যে পাঠানো যায়। বললে ভুল হবে না যে কোনও কিছু যত বেশি জনপ্রিয় হয়, হ্যাকিংয়ের ঝুঁকি তত বেশি।photo source collected
advertisement
3/7
হ্যাকাররাও প্রতিদিন হ্যাকিংয়ের নতুন নতুন উপায় খুঁজে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে WhatsApp নিয়ে উদ্বেগ রয়েছে যে আমাদের অ্যাকাউন্টেও অন্য কেউ নজর রাখছে। তবে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। কারণ WhatsApp-এ একটি ফিচার উপলব্ধ রয়েছে, যার মাধ্যমে ইউজাররা জানতে পারবেন নিজেদের অ্যাকাউন্ট কোথায় লগ ইন করা হয়েছে।photo source collected
advertisement
4/7
এই ফিচারটির নাম Link Device এবং এর সাহায্যে ইউজাররা দেখতে পারবেন কত জায়গায় নিজেদের অ্যাকাউন্ট লগ ইন করা আছে। এটি চেক করতে ইউজারদের সহজ কিছু ধাপ অনুসরণ করতে হবে।photo source collected
advertisement
5/7
WhatsApp আরও জানিয়েছে যে লিঙ্কযুক্ত ডিভাইসগুলিও নিয়মিত পরীক্ষা করা উচিত। কোন ডিভাইসে WhatsApp অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে, তা জানতে প্রথমেই WhatsApp ওপেন করতে হবে, তারপর সেটিংস অপশনে যেতে হবে। এর পর লিঙ্কড ডিভাইসে অপশনে যেতে হবে।photo source collected
advertisement
6/7
এখানে ইউজাররা একটি তালিকা দেখতে পাবেন, যেখানে নিজেদের অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে। লগ ইন করার সঙ্গে সঙ্গে, কোথায় কোথায় লগ ইন করা হয়েছে তা নির্দেশ করে এখানে সময়ও দেওয়া থাকে। কেউ যদি দেখেন যে এখানে এমন একটি ডিভাইস লিঙ্কড রয়েছে যা তিনি ব্যবহার করছেন না, তাহলে সেখান থেকে লগ আউট করতে পারেন। প্রতিটি লিঙ্ক করা অ্যাকাউন্টের সঙ্গে লগ আউটের অপশনও দেওয়া থাকবে।photo source collected
advertisement
7/7
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, WhatsApp-এর তরফে জানানো হয়েছে যে, যদি কোনও অ্যাকাউন্ট ৩০ দিনের জন্য নিষ্ক্রিয় করা হয় তাহলে লিঙ্কযুক্ত ডিভাইসটির স্বয়ংক্রিয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।photo source collected