TRENDING:

১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে WhatsApp, Facebook এবং Instagram! কোন কোন স্মার্টফোনে কাজ করবে না? দেখে নিন তালিকা

Last Updated:
Mobiled Phone: ১ জানুয়ারি থেকে ২০ টিরও বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। শুধু হোয়াটসঅ‍্যাপ নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামও এই স্মার্টফোনগুলিতে কাজ করা বন্ধ করে দেবে।
advertisement
1/9
১ জানুয়ারি থেকে বন্ধ হবে WhatsApp, Facebook এবং Instagram! কোন কোন স্মার্ট
ফেসবুক, হোয়াটস‍অ‍্যাপ, ইনস্টাগ্রাম। যোগাযোগের মাধ‍্যম হিসেবে বহুল প্রচলিত এইসবকটি অ‍্যাপ। সোশ‍্যাল মিডিয়া ছাড়া সারাদিন ভাবতেই পারেন না অনেকে। কিন্তু নতুন বছর থেকেই দু:সংবাদ।
advertisement
2/9
১ জানুয়ারি থেকে ২০ টিরও বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। শুধু হোয়াটসঅ‍্যাপ নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামও এই স্মার্টফোনগুলিতে কাজ করা বন্ধ করে দেবে।
advertisement
3/9
১ জানুয়ারি এই সমস্ত স্মার্টফোন ব‍্যবহারকারীদের ফোনে হোয়াটসঅ‍্যাপে কোনও মেসেজ আসবে না আর কোনও মেসেজ যাবেও না।
advertisement
4/9
একই অবস্থা হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও। কিন্তু হঠাত্‍ এই স্মার্টফোনগুলির ক্ষেত্রেই কেন হতে চলেছে এই অবস্থা? বিপুল সংখ‍্যক ব‍্যবহারকারীর বিপদ বাড়তে চলেছে।
advertisement
5/9
মেটার এই মেসেজিং প্ল‍্যাটফর্মগুলি ৩১ ডিসেম্বর পর থেকেই কাজ করা বন্ধ করে দেবে নির্দিষ্ট স্মার্টফোনগুলিতে। বেশিরভাগ পুরানো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে WhatsApp কাজ করবে না। এইসমস্ত স্মার্টফোনগুলি ১০ বছর আগে লঞ্চ হয়েছিল।
advertisement
6/9
হোয়াটসঅ্যাপ ২০১৩ সালে চালু হওয়া অ্যান্ড্রয়েড কিটক্যাট এবং তার আগের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমগুলির জন্য সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অপারেটিং সিস্টেম-সহ স্মার্টফোনগুলিতে কাজ করবে।
advertisement
7/9
নতুন প্রযুক্তি আসার পর পুরাতন প্রযুক্তিকে আপগ্রেড করতে হবে এই স্মার্টফোনগুলিতে। নাহলেই Facebook এবং Instagramও WhatsApp-এর মতো এই স্মার্টফোনগুলিতে কাজ করা বন্ধ করে দেবে।
advertisement
8/9
পুরানো অপারেটিং সিস্টেমগুলিতে প্রয়োজনীয় সুরক্ষা ব‍্যবস্থা নেই, ফলে হ‍্যাক করা খুব সহজ। এমন পরিস্থিতিতে, ব্যবহারকারীদের একটি নতুন স্মার্টফোনে আপগ্রেড করতে হবে। তবে অ্যান্ড্রয়েড কিটক্যাটে কাজ করা স্মার্টফোনের সংখ্যা খুবই কম।
advertisement
9/9
তাই বেশিরভাগ ব‍্যবহারকারী অসুবিধায় পড়বে না। কোন কোন স্মার্টফোনে কাজ করবে না, তার তালিকা দেওয়া হলSamsung: Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 MiniMotorola: Moto G (1st Gen), Razr HD, Moto E 2014HTC: One X, One X+, Desire 500, Desire 601LG: Optimus G, Nexus 4, G2 Mini, L90Sony: Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে WhatsApp, Facebook এবং Instagram! কোন কোন স্মার্টফোনে কাজ করবে না? দেখে নিন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল