TRENDING:

আসছে iPhone 17! এবার দাম কত হবে জানেন? শুনলে মাথা ঘুরবে!

Last Updated:
iPhone 17- শোনা যাচ্ছে, iPhone 17 সিরিজে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro, এবং iPhone 17 Pro Max মডেল থাকতে পারে।
advertisement
1/9
আসছে iPhone 17! এবার দাম কত হবে জানেন? শুনলে মাথা ঘুরবে!
লঞ্চ হতে এখনও ঢের দেরি। কিন্তু এর মধ্যেই iPhone 17 নিয়ে উন্মাদনা তুঙ্গে। অ্যাপলপ্রেমীরা রীতিমতো উত্তেজিত। কী কী ফিচার থাকবে, দাম কত হবে, এই সব নিয়ে কৌতূহলের পারদ ক্রমশ চড়ছে।
advertisement
2/9
শোনা যাচ্ছে, iPhone 17 সিরিজে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro, এবং iPhone 17 Pro Max মডেল থাকতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগের সিরিজের তুলনায় নতুন সিরিজে বেশ কিছু বড় আপগ্রেড পাবেন গ্রাহকরা।
advertisement
3/9
বিশেষ করে ক্যামেরা সেটআপে। টেক বিশেষজ্ঞরা মনে করছেন, iPhone 17 সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তন করতে পারে অ্যাপল। শুধু ব্যাক ক্যামেরা সেন্সরেই নয়, ফ্রন্ট সেলফি ক্যামেরাতেও নতুন প্রযুক্তির ছোঁয়া থাকতে পারে।
advertisement
4/9
প্রতি বছর সেপ্টেম্বর মাসে iPhone-এর নতুন সিরিজ লঞ্চ করে অ্যাপল। সেই অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বরে iPhone 17 সিরিজ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অনুমান করা হচ্ছে, ১৩ বা ১৫ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে iPhone 17 সিরিজের গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করবে অ্যাপল।
advertisement
5/9
আগে যেমন হয়েছে, এবারও যদি তাই হয়, তাহলে লঞ্চ ইভেন্টের এক সপ্তাহের মধ্যে প্রি-অর্ডার শুরু হয়ে যাবে। অর্থাৎ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে iPhone 17 সিরিজের বুকিং শুরু হতে পারে।
advertisement
6/9
iPhone 17 সিরিজের সম্ভাব্য দাম: iPhone 17 (স্ট্যান্ডার্ড)-এর দাম হতে পারে 79,900 টাকা। iPhone 17 Air (Plus-এর পরিবর্তে আসছে)-এর দাম 89,900 টাকার আশপাশে থাকবে বলে অনুমান করা হচ্ছে। iPhone 17 Pro প্রায় 1,20,000 টাকায় বিক্রি হতে পারে। আর iPhone 17 Pro Max (হাই-এন্ড ভেরিয়েন্ট)-এর দাম হতে পারে প্রায় 1,45,000 টাকা।
advertisement
7/9
সম্ভাব্য ডিজাইন: ডিজাইনে চমক থাকবে বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, iPhone 17 Air হতে চলেছে সবচেয়ে পাতলা আইফোন। এই সিরিজের সব মডেলেই প্রিমিয়াম গ্লাস ও অ্যালুমিনিয়াম বডি। লুক বদলে যাবে অনেকটা। ওজনও আগের চেয়ে হালকা হবে।
advertisement
8/9
সম্ভাব্য স্পেসিফিকেশন: iPhone 17 Pro Max-এ 6.9 ইঞ্চির OLED ডিসপ্লে, iPhone 17 Pro-তে 6.3 ইঞ্চির এবং iPhone 17 Air-এ 6.6 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। iPhone 17 এবং iPhone 17 Air-এ থাকতে পারে A19 চিপ। আর iPhone 17 Pro এবং Pro Max-এ A19 Pro চিপ।
advertisement
9/9
স্ট্যান্ডার্ড মডেলগুলিতে 8GB RAM, আর Pro ও Pro Max মডেলে 12GB RAM থাকতে পারে। সব মডেলেরই রিফ্রেশ রেট থাকবে 120Hz। iPhone 17 Pro Max-এ ট্রিপল 48MP ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যান্য মডেলগুলোতে থাকতে পারে 24MP ফ্রন্ট ক্যামেরা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
আসছে iPhone 17! এবার দাম কত হবে জানেন? শুনলে মাথা ঘুরবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল