উইন্ডো নাকি স্প্লিট, কোন এসি কিনলে বিদ্যুৎ বিল কম আসে? মাসে বাঁচবে অনেক টাকা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Window Ac vs Split Ac: Split নাকি Window কোন ধরনের AC কিনলে আপনার লাভ! জানা থাকলে মাসে অনেক টাকা বাঁচতে পারে। তবে এক্ষেত্রে দুই রকমের এসিতে কিছু তফাত রয়েছে। সেগুলো সবার আগে জেনে রাখা দরকার।
advertisement
1/9

AC কেনার পরিকল্পনা করছেন? গরমকাল তো এসেই গেল। এবার এসি কেনার প্রয়োজন হবে অনেকেরই।
advertisement
2/9
Split নাকি Window কোন ধরনের AC কিনলে আপনার লাভ! জানা থাকলে মাসে অনেক টাকা বাঁচতে পারে।
advertisement
3/9
Window AC নাকি Split AC, কোনটা আপনার বাড়ির জন্য ভাল, তা নিয়ে আজ আমরা আলোচনা করব।
advertisement
4/9
সবার আগে বলতে হবে দামের পার্থক্যের কথা। এই দুই ধরণের এসি-র দামের তফাত আছে। উইন্ডো এসি-র দাম তুলনামূলক কম।
advertisement
5/9
উইন্ডো এসির দাম অনেকটাই কম। তবে এখন অনেক জায়গাতেই উইন্ডো এসি পাওয়াটাই বড় ব্যাপার।
advertisement
6/9
উইন্ডো এসির জন্য জায়গা লাগে বেশি। স্প্লিট এসি কম জায়গায় ফিট করা যায়।
advertisement
7/9
স্প্লিট এসি সাধারণত উইন্ডো এসি-র থেকে অনেকটাই সাশ্রয়ী। Split AC কম শক্তি খরচ করে ঘর ঠান্ডা করতে পারে। ফলে ইলেকট্রিসিটি বিল অনেকটাই কম আসে। আসলে এসি-র বিল নির্ভর করে স্টার-এর উপর।
advertisement
8/9
ফাইভ স্টার এসি হলে বিদ্যুতের বিল আসতে পারে অনেকটাই কম।
advertisement
9/9
নয়েজ লেভেল এক্ষেত্রে বড় ব্যাপার। স্প্লিট এসি উইন্ডো এসি-র থেকে কম শব্দ করে। কারণ Split AC-র কম্প্রেসর এবং কন্ডেন্সার ইউনিট ঘরের বাইরে ইনস্টল করা হয়। তবে Window AC-র সব ইউনিট এক জায়গায় থাকে। এতে যে ঘরের জানলায় সেটি ইনস্টল করা হয়েছে, সেখানে শব্দ বেশি হয়।