Washing Machine Sale on Flipkart: ব্র্যান্ডেড ওয়াশিং মেশিন কিনুন এক্কেবারে সস্তায়, বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে ফ্লিপকার্ট
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Washing Machine sale on Flipkart: যদি আপনি আপনার ঘরের পুরোনো ওয়াশিং মেশিন নিয়ে বিরক্ত হয়ে পড়েছেন, অথবা হাত দিয়ে কাপড় ধোওয়ার কারণে ক্লান্ত হয়ে গেছেন, তাহলে বাড়িতে একটি নতুন ওয়াশিং মেশিন নিয়ে আসুন। ফ্লিপকার্টে ফুলি অটোমেটিক ওয়াশিং মেশিনগুলো খুবই সস্তায়, দেখে নিন
advertisement
1/6

পুরনো ওয়াশিং মেশিন নিয়ে জেরবার অনেকেই। আর সেখানে জামাকাপড় কাচতে গিয়ে বিপাকে পড়ছেন তাঁরা। কিন্তু নতুন কিনতে গেলে তো আবার প্রচুর দাম। চিন্তা নেই।আজকের প্রতিবেদনে সস্তা দামের কিছু পুরোপুরি অটোমেটিক ওয়াশিং মেশিনের খোঁজ দেওয়া যাক। যা পাওয়া যাচ্ছে শুধুমাত্র ফ্লিপকার্টে।
advertisement
2/6
আসলে এই ই-কমার্স প্ল্যাটফর্মে মেলে একাধিক ধরনের ব্যাঙ্ক অফার এবং ডিসকাউন্ট। আর উৎসবের মরশুমে Flipkart এবং Amazon-এ শুরু হচ্ছে প্রচুর ছাড়। Big Billion Days সেল উপলক্ষে আসছে আকর্ষণীয় অফার। দেখে নেওয়া যাক সেই অটোমেটিক ওয়াশিং মেশিনের তালিকা।
advertisement
3/6
Bosch 7kg Drive Moto Anti Tangle Fully Automatic Front Load Washing Machine:এই ওয়াশিং মেশিন কেনা যাবে ৩৮ শতাংশ ছাড়ে। ফলে ৩৭৮৯৯ টাকা দামের এই মেশিন গ্রাহকরা পেয়ে যাবেন মাত্র ২৩১৯০ টাকায়। একটা এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। যার ফলে আরও ২৩০০ টাকা ছাড় পাচ্ছেন গ্রাহকরা। ওয়াশিং মেশিনে রয়েছে একটি বিল্ট-ইন হিটার।
advertisement
4/6
IFB 8kg 5 Star Steam Refresh Program AI Automatic Front Load Washing Machine: Flipkart-এ ২২ শতাংশ ছাড়ে মিলছে এই ওয়াশিং মেশিন। যার ফলে ৪৭০৯০ টাকা দামের এই মেশিন মিলছে মাত্র ৩৬৪৯০ টাকায়। আর এক্সচেঞ্জ অফারের আওতায় আরও ২৩০০ টাকা ছাড় পাওয়া যাবে। এই ওয়াশিং মেশিনেও রয়েছে বিল্ট-ইন হিটার।
advertisement
5/6
Haier 8kg AI inverter Washing Machine: এই পুরোপুরি অটোমেটিক ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল টেকনোলজি। যা পাওয়া যাবে ৩১ শতাংশ আকর্ষণীয় ছাড়ে। এই অফারের কারণে ৪৬৯৯০ টাকার ওয়াশিং মেশিনটি মিলবে মাত্র ৩১৯৯০ টাকায়। আর সবথেকে বড় কথা হল, রয়েছে এক্সচেঞ্জ অফারও। যার ফলে গ্রাহকরা পাচ্ছেন ৩৮০০ টাকা ছাড়।
advertisement
6/6
LG 7kg 5 star fully automatic washing machine with steam: এই ওয়াশিং মেশিনটির উপর গ্রাহকরা ছাড় পাচ্ছেন প্রায় ৩০ শতাংশ। এর অন্যতম প্রধান ফিচারগুলি হল - ৬ মোশন ডিরেক্ট ড্রাইভ, টাচ প্যানেল এবং বিল্ট-ইন হিটার। ফ্লিপকার্টে ৩০ শতাংশ ছাড়ে কেনা যাবে এই ওয়াশিং মেশিনটি। আর সংশ্লিষ্ট অফারের আওতায় ৩৮৯৯০ টাকা দামের এই মেশিনটি মিলবে মাত্র ২৬৯৯০ টাকায়।