TRENDING:

Vodafone-Idea গ্রাহকদের জন্য সুখবর! এবার কথা বললেই করা যাবে রিচার্জ

Last Updated:
মানুষের মধ্যে দূরত্ব বজায় রাখতে এই সার্ভিস এনেছে Vodafone, যা এই করোনার সময় খুবই প্রয়োজনীয়
advertisement
1/5
Vodafone-Idea গ্রাহকদের জন্য সুখবর! এবার কথা বললেই করা যাবে রিচার্জ
ভোডাফোন-আইডিয়া গ্রহাকদের জন্য সুখবর। এবার শুধুমাত্র কথা বলেই ফোন রিচার্জ করতে পারবে গ্রাহকরা। ভোডাফোন নিজের আউটলেটে গ্রহাদের জন্য কন্টাক্টলেস ভয়েস বেসড রিচার্জের সুবিধা শুরু করেছে। এই সার্ভিসের মূল উদেশ্য সামাজিক দূরত্ব বজায় রাখা আর লোকেদের এই সংক্রমণ থেকে রক্ষা করা
advertisement
2/5
এই ফিচারটি কোম্পানির স্মার্ট কানেক্ট রিটেলার অ্যাপের মাধ্যমে কাজ করে। কোম্পানি দাবি করেছে যে ভোডাফোন-আইডিয়া স্মার্ট কানেক্ট রিটেলর অ্যাপ ১০ ফিট দূর থেকেই দেওয়া কমান্ড বুঝে নিতে পাড়ে।
advertisement
3/5
এই মুহূর্তে শুধুমাত্র হিন্দি আর ইংরাজি ভাষা বঝে এই অ্যাপ, পরে ধীরে ধীরে সব ভাষাতেই কাজ করবে এই অ্যাপ। জেনে নিন কীভাবে কাজ করবে এই নতুন সার্ভিস
advertisement
4/5
ভোডাফোন-আইডিয়া নিজেদের রিটেল আউটলেটে কন্টাক্টলেস রিচার্জের পয়েন্ট বসাবে। এরপর যখনই কেউ ফোন রিচার্জের জন্য স্টোরে যাবে তখন স্টোরের কর্মচারী গ্রাহকের দিকে একটি ফোন বাড়িয়ে দেবে। কিন্তু সেই ফোনটি গ্রাহকদের হাতে দেবে না। সেই ফোন আগেই থেকেই একটি অ্যাপ ওপেন করা থাকবে
advertisement
5/5
এবার গ্রহাকে নিজের মোবাইল নম্বর বলতে হবে, আর অ্যাপ গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে সেই নম্বর টাইপ করে নেবে। এরপর কতো টাকার রিচার্জ করবেন সেটা বলতে হবে। এভাবেই আপনার রিচার্জ সম্পন্ন হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Vodafone-Idea গ্রাহকদের জন্য সুখবর! এবার কথা বললেই করা যাবে রিচার্জ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল