TRENDING:

গ্রাহকদের জন্য সুখবর! এবার ৯৮ টাকার রিচার্জে দ্বিগুণ ডেটা দিচ্ছে Vodafone

Last Updated:
এবার ৯৮ টাকার রিচার্জে পেয়ে যান ৬জিবি ডেটা বিনামূল্যে
advertisement
1/4
গ্রহাকদের জন্য সুখবর! এবার ৯৮ টাকার রিচার্জে দ্বিগুণ ডেটা দিচ্ছে Vodafone
লকডাউনের মধ্যেই গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির vodafone-idea। কিছুদিন আগেই নির্দিষ্ট কিছু প্ল্যানে দ্বিগুণ ডেটা অফার চালু করেছিল ভোডাফোন। এবার ফের একবার গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে হাজির হয়েছে ভোডাফোন।
advertisement
2/4
করোনায় ওয়ার্ক ফ্রম হোম। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। তাই বেশির ভাগ কর্মস্থলগুলিতে বর্তমানে ‘Work From Home’-এর ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি ইন্টারনেট ডেটা। তাই এই পরিস্থিতিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে এবার ১০০ টাকার কমের প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Vodafone।
advertisement
3/4
ভোডাফোনের এই প্ল্যান হল ৯৮ টাকার অ্যাড অন প্যাক। আগে এই প্ল্যানে ৬জিবি ডেটা পাওয়া যেত। এবার ১২জিবি ডেটা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। এই প্ল্যানের সঙ্গে কোন ভয়েস কল ও এসএমএস ব্যবহারের সুবিধা থাকছে না। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিনের।
advertisement
4/4
মার্চের প্রথম সপ্তাহে 249 টাকা, 399 টাকা ও 599 টাকা রিচার্জে ডবল ডেটা অফার ঘোষণা করেছিল Vodafone Idea।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
গ্রাহকদের জন্য সুখবর! এবার ৯৮ টাকার রিচার্জে দ্বিগুণ ডেটা দিচ্ছে Vodafone
Open in App
হোম
খবর
ফটো
লোকাল