Vodafone-এর সস্তার প্ল্যান, মাত্র এতো টাকার রিচার্জে পেয়ে যান ১১২ জিবি ডেটা আর আনলিমিটেড কলিং
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে কী কী বেনিফিট রয়েছে ২১৯ টাকার প্ল্যানে
advertisement
1/5

আপনিও কি কম দামে বেশি বেনিফিট পাওয়া যাবে এমন প্ল্যান খুঁজছেন ? বেশ কিছু এমন প্ল্যান রয়েছে যাতে আপনি কম টাকায় পেয়ে যাবেন অনেক বেনিফিট। ভোডাফোনের প্রিপেড প্ল্যানের লিস্টে এমন অনেক প্ল্যান আছে যেখানে একই দামে আগের থেকে বেশি বেনিফিট দিচ্ছে ভোডাফোন। শুধু এটাই হয়, কিছুদিন আগেই কিছু নির্দিষ্ট কিছু প্ল্যানে দ্বিগুণ ডেটা অফার চালু করেছিল ভোডাফোন।
advertisement
2/5
ভোডাফোনের ২৯৯ টাকার প্ল্যানে এতদিন ২জিবি করে দৈনিক ডেটা দিচ্ছিল ভোডাফোন, এখন সেটিকে বাড়িয়ে রোজ ৪ জিবি ডেটা করে দিয়েছে। মানে আপনি প্রতিদিন দ্বিগুণ ডেটা ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। মানে গ্রাহকরা মোট ১১২ জিবি ডেটার সুবিধা ভোগ করবে।
advertisement
3/5
২৯৯ টাকার প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিনের। এই প্ল্যানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পেয়ে থাকবে। এর সঙ্গে ১০০ এসএমএস পাওয়া যাবে।
advertisement
4/5
এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন ৪৯৯ টাকার ভোডাফোন প্লে সাবস্ক্রিপশন আর ৯৯৯ টাকার Zee5-এর মতো প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে। দিল্লি, মধ্য প্রদেশ, মুম্বই, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসম, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরের গ্রাহকরা এই দ্বিগুণ ডেটা ব্যবহারের সুবিধা পাবেন।
advertisement
5/5
যে প্ল্যানগুলির সঙ্গে বেশি ডেটা অফার দিচ্ছে কোম্পানি সেগুলি হল- ২৯৯ টাকা, ৪৪৯ টাকা আর ৬৯৯ টাকা। আগে এই প্ল্যানগুলিতে প্রতিদিন ২জিবি করে ডেটা পাওয়া যেত, এখন নতুন অফারে গ্রাহকরা পেয়ে যাবে দ্বিগুণ ডেটা মানে প্রতিদিন ৪ জিবি করে ডেটা।