TRENDING:

Vivo X Fold 3: iPhone, Samsung-এর দিন শেষ! Vivo-র ফোল্ডেবল X Fold 3-র দাম ও ফিচার চমকে দেবে!

Last Updated:
Vivo X Fold 3: iPhone, Samsung-কে পিছনে ফেলে দেবে Vivo-র এই ফোন! বিশ্বের সব থেকে পাতলা ফোল্ডেবল ফোন হতে চলেছে X Fold 3, দাম, ক্যামেরা ফিচার জানলে মাথা ঘুরে যাবে!
advertisement
1/6
iPhone, Samsung-এর দিন শেষ! Vivo-র ফোল্ডেবল X Fold 3-র দাম ও ফিচার চমকে দেবে!
ভারতে প্রথম ফোল্ডেবল ফোন ‘X Fold 3’ সিরিজ লঞ্চ করতে চলেছে Vivo। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই খবর নিশ্চিত করেছে কোম্পানি। লঞ্চের আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হয়নি এখনও। তবে জুনের শুরুতে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। photo source collected 
advertisement
2/6
X Fold 3 সিরিজের স্মার্টফোন ভারতের বাজারে সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হতে চলেছে। ভাঁজ করলে এটা ১১.৫ এমএম পুরু হবে। ওজন মাত্র ২৩৬ গ্রাম। Vivo এতে কার্বন ফাইবার ভিত্তিক টেকসই কবজা ব্যবহার করেছে, যাতে দীর্ঘদিন চলে। পরীক্ষা করার জন্য কোম্পানি X Fold 3 ফোন ৫ লাখ বার ওপেন এবং ক্লোজ করে দেখেছে, যা প্রায় ১২ বছরের ব্যবহারের সমান। photo source collected 
advertisement
3/6
বলা হয়, একজন স্মার্টফোন ইউজার একদিনে গড়ে ১০০ বার ফোন খোলেন, বছরে ৩৬,৫০০ বার। ১২ বছর (৪,৩৮৩ দিন) ব্যবহারের জন্য একজন ইউজার কমপক্ষে ৪,৩৮,৩০০ বার ফোল্ডেবল ফোন খুলতে এবং বন্ধ করতে পারেন। photo source collected 
advertisement
4/6
কোম্পানি নিশ্চিত করেছে যে নতুন X Fold 3-তে গুগলের জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স জেমিনি চালিত ফিচার, রিয়েল টাইম অনুবাদ, অডিও ট্রান্সক্রিপশন, নোট অ্যাসিস্ট্যান্ট থাকছে। নতুন X Fold 3 ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। এতে ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। ফোল্ড খুললে ডিসপ্লে-র মাপ হয় ৮.৩ ইঞ্চি। এর পাশাপাশি 4,500nit পিক ব্রাইটনেস, যা এখনও পর্যন্ত যে কোনও ফোল্ডেবল ফোনের জন্য সর্বোচ্চ। photo source collected 
advertisement
5/6
X Fold 3-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি স্টোরেজ (ইউএফএস ৪.০) এবং ৫,৭০০ এমএএইচ ব্যাটারি থাকছে বলে জানা গিয়েছে। ১০০W চার্জিং স্পিড এবং ৫০W ওয়্যারলেস চার্জিং স্পিড সমর্থন করে। photo source collected 
advertisement
6/6
৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চিনে Vivo X Fold 3 (16GB RAM + 512GB স্টোরেজ)-এর দাম প্রায় ১.১৭ লক্ষ টাকা (সর্বশেষ ফোরেক্স হারের উপর ভিত্তি করে)। এখন কোম্পানি ভারতেও একই দাম রাখে কি না তা দেখার বিষয়। photo source collected 
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Vivo X Fold 3: iPhone, Samsung-এর দিন শেষ! Vivo-র ফোল্ডেবল X Fold 3-র দাম ও ফিচার চমকে দেবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল