TRENDING:

Viral: Longest Phone Call | কতক্ষণ ধরে চলেছিল পৃথিবীর দীর্ঘতম ফোনকল? সময় শুনলে আঁতকে উঠতে বাধ্য

Last Updated:
এর মেয়াদ ছিল ৪৬ ঘণ্টা ১২ মিনিট ৫২ সেকেন্ড৷ হাভার্ড ইউনিভার্সিটির Eric R. Brewster এবং Avery A. Leonard-এর মধ্যে হয়েছিল সেই ফোনকল৷
advertisement
1/7
কতক্ষণ ধরে চলেছিল পৃথিবীর দীর্ঘতম ফোনকল? সময় শুনলে আঁতকে উঠতে বাধ্য
বর্তমান যুগে ফোন ছাড়া এক পা চলার কথাও ভাবা যায় না৷ কোন কাজটা ফোন ছাড়া হয় বলুন তো? আর এখন তো আমরা আরও বেশি ফোন নির্ভর হয়ে গিয়েছি৷
advertisement
2/7
কেউ ফোনে বেশি কথা বলেন, কেউ মেসেজে৷ কেউ আবার ১০-১৫ মিনিটের বেশি ফোনে কথা বলতে বিরক্ত হয়ে যান৷ অনেকের আবার গল্প শেষ হয় না৷
advertisement
3/7
*ফোনে কথা বলার সময়ে অনেকেই এখন হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করেন। কিন্তু বেশিরভাগ লোক এখনও কানে ফোন নিয়ে কথা বলতেই স্বছন্দ বোধ করেন।
advertisement
4/7
*গবেষণা অনুযায়ী, যখন আমরা ফোনে কথা বলি তখন তা থেকে বিকিরণ সরাসরি মস্তিষ্কে প্রবাহিত হয়। তাই ফোনে কথা বলার সময় যে কোনও কানে নেওয়াই ক্ষতিকর। তাই কোন কানে ব্যবহার করা উচিৎ ফোন, তা স্পষ্ট নয়। প্রতীকী ছবি।
advertisement
5/7
*একটি গবেষণায় প্রকাশিত, ডান কানে কথা বললে তা নাকি সরাসরি মস্তিষ্কে প্রভাব ফেলে। তার ফোলে কোনও ছোট কথাতেও আপনি বিরক্ত হতে পারেন। প্রতীকী ছবি।
advertisement
6/7
এ তো গেল ফোনে কথা বলার খুঁটিনাটি৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন পৃথিবীর দীর্ঘতম ফোনকল কতক্ষণ চলেছিল? ভাবলেও বিশ্বাস করা কঠিন৷ এর মেয়াদ ছিল ৪৬ ঘণ্টা ১২ মিনিট ৫২ সেকেন্ড৷ হাভার্ড ইউনিভার্সিটির Eric R. Brewster এবং Avery A. Leonard-এর মধ্যে হয়েছিল৷ তাঁরা কেবল প্রতি ঘণ্টায় পাঁচ মিনিটের বিরতি নিয়েছিলেন৷
advertisement
7/7
এর আগে ২০০৯ সালে সুনীল প্রভাকর সব থেকে লম্বা ফোন কলের রেকর্ড তৈরি করেছিলেন যার মেয়াদ ছিল ৫১ ঘণ্টা৷ তবে কোনও বিশেষ কারো সঙ্গে নয়৷ অনেকের সঙ্গেই কথা বলেছেন তিনি৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Viral: Longest Phone Call | কতক্ষণ ধরে চলেছিল পৃথিবীর দীর্ঘতম ফোনকল? সময় শুনলে আঁতকে উঠতে বাধ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল