TRENDING:

TVS Ronin 225: Royal Enfield-এর চাপ বাড়াতে হাজির TVS Ronin! একবার দেখলেই পছন্দ হওয়ার মতো বাইক

Last Updated:
TVS Ronin 225: ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড-কে টক্কর দেবে এই বাইক! যেমন দেখতে, তেমন ফিচার্স।
advertisement
1/7
Royal Enfield-এর চাপ বাড়াতে হাজির TVS Ronin! একবার দেখলেই পছন্দ হওয়ার মতো বাইক
ভারতের বাজারে রনিন ২২৫ আর্বান স্ক্র্যাম্বলার লঞ্চ করল টিভিএস। এই বাইকের মূল্য ১.৪৯ লাখ টাকা (এক্স শোরুম)।
advertisement
2/7
Royal Enfield Hunter 350 ও Yezdi Scrambler-কে কড়া টক্কর দেবে টিভিএস রনিন।
advertisement
3/7
ডুয়েল পার্পাস টায়ার, হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, গোল্ডেন ডিপ্ড ইউএসভি ফ্রন্ট ফর্ক এই বাইককে আরও আকর্ষণীয় করেছে। এলইডি লাইটস-এর সঙ্গে সার্কুলার হেডল্যাম্প থাকছে।
advertisement
4/7
TVS SmartXonnect ব্লুটুথ ফিচার থাকবে। ডিজিটাল রাউন্ড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে এই মডেলে। ভয়েস অ্যাসিস্ট ফিচার থাকবে।
advertisement
5/7
টি শেপড এলইডি থাকবে। টেল লাইট থাকবে সিটের নিচের অংশে।
advertisement
6/7
এই মডেলে ইন্টেলিজেন্ট ইলেকট্রনিক আর্কিটেকচার থাকবে। সেটি ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, ABS এবং অন্যান্য অনেক ফাংশন নিয়ন্ত্রণ করবে বলে দাবি করা হচ্ছে।
advertisement
7/7
Ronin-এ 225.9cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। 7,750 rpm-এ 15.01 kW পাওয়ার এবং 3,750 rpm-এ 19.93 Nm পিক টর্ক উৎপন্ন হবে৷ মোটরসাইকেলটি 120 kmph সর্বোচ্চ গতিতে চালানো যাবে। সাইলেন্ট স্টার্ট সিস্টেম থাকবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
TVS Ronin 225: Royal Enfield-এর চাপ বাড়াতে হাজির TVS Ronin! একবার দেখলেই পছন্দ হওয়ার মতো বাইক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল