TRENDING:

বাজ পড়লে বাড়ির ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন সুরক্ষিত রাখবেন কী করে? এই টিপস কাজে দেবে

Last Updated:
Lighting alert, what to do while you are at home: স্বস্তির বৃষ্টি নেমেছে বাংলাজুড়ে। তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাজ পড়া। বাজের শব্দ ভয় ধরায়। এমনকী বাজের জন্য বিপদেরও অন্ত থাকে না। ওই সময় বাড়ির টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কীভাবে সুরক্ষিত রাখতে হয় জেনে নিন।
advertisement
1/9
বাজ পড়লে বাড়ির ফ্রিজ, টিভি, সুরক্ষিত রাখবেন কী করে? এই টিপস কাজে লাগবে
স্বস্তির বৃষ্টি নেমেছে বাংলাজুড়ে। তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাজ পড়া। বাজের শব্দ ভয় ধরায়। এমনকী বাজের জন্য বিপদেরও অন্ত থাকে না।
advertisement
2/9
বজ্রপাতের সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক গেজেটস বাঁচানোই আসল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
advertisement
3/9
আজ আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। বাজ পড়ার সময় কীভাবে বাড়ির টিভি, ফ্রিজ, ফ্যান-সহ অন্য ইলেকট্রনিক গেজেটস বাঁচাতে হয়!
advertisement
4/9
সবার আগে প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র থেকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। বাজ পড়ার জন্য অপেক্ষা করবেন না। আকাশে ঘন কালো মেঘ দেখলেই এই কাজটি সবার আগে করে ফেলতে হবে।
advertisement
5/9
‘আর্থিং’ থাকলেও কিন্তু বাড়ির বৈদ্যুতিক যন্ত্র বাজ পড়ার সময় ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে সবার আগে।
advertisement
6/9
বাজ পড়ার সময় কোনওভাবেই মোবাইল ফোন চার্জ দেওয়া যাবে না। ফোনে একেবারে চার্জ না থাকলেও নয়।
advertisement
7/9
যদি একান্তই ল্যাপটপে কাজ করতে হয় তা হলে আগে প্লাগ থেকে খুলে নিতে হবে। ব্যাটারিতে চালাতে হবে ল্যাপটপ।
advertisement
8/9
বজ্রপাতের সময় ওয়াই ফাই ব্যবহার করবেন না। তাতে রাউটার খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ে।
advertisement
9/9
বাড়িতে ‘লাইটনিং অ্যারেস্টার’-এর ব্যবস্থা করা ভাল। কারণ সাম্প্রতিক সময়ে বাজ পড়ার প্রবণতা বেড়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
বাজ পড়লে বাড়ির ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন সুরক্ষিত রাখবেন কী করে? এই টিপস কাজে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল