TRENDING:

Petrol : রাতে বাইক, গাড়িতে পেট্রোল ভরালে লাভ! এই ধারণা কি সত্যি? আজ জেনে নিন আসল সত্যিটা, একেবারে স্পষ্ট হয়ে যাবে ধারণা

Last Updated:
Petrol Pump : রাতে গাড়ি বা বাইকে পেট্রোল ভরলে লাভ বেশি! এমন ধারণা অনেকেরই আছে। আজ আমরা জানাব, এই ধারণা আদতে সত্যি নাকি ভ্রান্ত!
advertisement
1/6
রাতে বাইক, গাড়িতে পেট্রোল ভরালে লাভ! এই ধারণা কি সত্যি? আজ জেনে নিন আসল সত্যিটা
রাতে গাড়ি বা বাইকে পেট্রোল ভরলে লাভ বেশি! এমন ধারণা অনেকেরই আছে। আজ আমরা জানাব, এই ধারণা আদতে সত্যি নাকি ভ্রান্ত!
advertisement
2/6
তাপ বাড়লে পেট্রোল প্রসারিত হয়। এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে পেট্রোলের ঘনত্ব প্রায় ০.০০১ কেজি/লিটার কমতে পারে। তুলনামূলক ঠান্ডা পেট্রোলের ঘনত্ব কিছুটা বেশি। তবে স্রেফ বাইরের বাতাসের তাপমাত্রার উপর সবটা নির্ভর করে না। বরং পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল কীভাবে সংরক্ষণ করা হয় তার উপরও অনেক কিছু নির্ভর করে।
advertisement
3/6
ভারতে বেশিরভাগ পেট্রোল পাম্প ভূগর্ভস্থ ট্যাঙ্কে জ্বালানি সংরক্ষণ করে। সেই ট্যাঙ্কে সারাদিন স্থিতিশীল তাপমাত্রা বজায় থাকে। গ্রীষ্মকালে দিনের যে কোনও সময় তাপমাত্রা বাড়লেও মাটির নিতের সেই ট্যাঙ্কে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থির থাকে। ফলে দিন হোক বা রাত, পেট্রোল সরবরাহ সাধারণত একই তাপমাত্রায় হয়। বাইরের তাপ সেক্ষেত্রে পেট্রোলের ঘনত্বকে খুব বেশি প্রভাবিত করতে পারে না।
advertisement
4/6
নানা গবেষণায় দেখা গিয়েছে, পেট্রোল পাম্পের ভূগর্ভস্থ ট্যাঙ্কে থাকা পেট্রোলের তাপমাত্রার দৈনিক হেরফের সাধারণত এক ডিগ্রি সেলসিয়াসেরও কম হয়। ফলে সেই পরিবর্তন গাড়িতে কত পেট্রোল সরবরাহ হচ্ছে তাতে কোনও পরিমাপযোগ্য পার্থক্য তৈরি করে না। তাই এটা বলাই যায় যে দিনে হোক বা রাতে, পেট্রোল ভরালে পরিমাপ আপনি একই পাবেন।
advertisement
5/6
যে কোনও পাম্পে পেট্রোল বিপণন সংস্থাগুলি নিয়মিত ক্যালিব্রেশন পরীক্ষা করে। এতে জ্বালানি সরবরাহকারীরা মেশিনে প্রদর্শিত সঠিক পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। ফলে দিনে হোক বা রাতে, পেট্রোলের পরিমাপে আপনি কোনও ভুল পাবেন না।
advertisement
6/6
যদিও রাতের দিকে পেট্রোল ভরার একটা লাভ আছে। সেই সময় পেট্রোল পাম্পে গ্রাহক সংখ্যা তুলনামূলক কম থাকতেপারে। ফলে পেট্রোল ভরাতে গিয়ে লম্বা লাইন এড়াতে পারবেন। আপনার সময় বাঁচবে অনেকটা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Petrol : রাতে বাইক, গাড়িতে পেট্রোল ভরালে লাভ! এই ধারণা কি সত্যি? আজ জেনে নিন আসল সত্যিটা, একেবারে স্পষ্ট হয়ে যাবে ধারণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল