TRENDING:

Tech News: ইনস্টাগ্রাম রিল সেভ করতে গিয়ে বিপদে পড়ছেন? জানুন সঠিক পদ্ধতি

Last Updated:
Tech News: ইনস্টাগ্রামে যখন স্ক্রল করেন, তখন যদি কোনও রিল (Reel) আপনার খুব ভাল লাগে, বেশির ভাগকে এটি ফোনে সরাসরি ডাউনলোড করার অপশন দেখতে চান। কিন্তু ইনস্টাগ্রাম সাধারণত অন্য কারও রিল সরাসরি ডাউনলোড করার অনুমতি দেয় না।
advertisement
1/6
ইনস্টাগ্রাম রিল সেভ করতে গিয়ে বিপদে পড়ছেন? জানুন সঠিক পদ্ধতি
ইনস্টাগ্রামে যখন স্ক্রল করেন, তখন যদি কোনও রিল (Reel) আপনার খুব ভাল লাগে, বেশির ভাগকে এটি ফোনে সরাসরি ডাউনলোড করার অপশন দেখতে চান। কিন্তু ইনস্টাগ্রাম সাধারণত অন্য কারও রিল সরাসরি ডাউনলোড করার অনুমতি দেয় না। তবে কিছু আইনি ও প্ল্যাটফর্ম-অনুমোদিত উপায়ে আপনি পছন্দের রিলকে সেভ বা নিজের ডিভাইসে রাখতেও পারেন।
advertisement
2/6
পছন্দের রিল সেভ করার সহজ উপায়যদি সেটা নিজের তৈরি রিল হয়, তাহলে রিল খুলে থ্রি-ডট মেনুতে গিয়ে “Download” নির্বাচন করলে তা আপনার ডিভাইসে সেভ করা যাবে।
advertisement
3/6
অন্যের রিল পছন্দ হলে ইনস্টাগ্রামে বুকমার্ক বা Save আইকন-এ ট্যাপ করলে তা অ্যাপের Saved অংশে রাখা যায়—এটা সম্পূর্ণ আইনি এবং নিয়মের মধ্যে।
advertisement
4/6
অনুরোধ ও পারমিশনযদি কোনো অন্য কারো রিল ডাউনলোড করতে চান, তাহলে সরাসরি সেই ক্রিয়েটারের অনুমতি নিন। অনেক সময় যদি আপনি যথাযথ ক্রেডিট দেবেন বলে জানান, অনেক ক্রিয়েটার নিজেই ফাইল বা ভিডিও শেয়ার করে দিতে পারেন।
advertisement
5/6
অন্য কারও কন্টেন্ট অনুমতি ছাড়া ডাউনলোড করা বা রিপোস্ট করা ইনস্টাগ্রামের নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য হতে পারে এবং আপনার অ্যাকাউন্টে এ কারণে সমস্যা হতে পারে।
advertisement
6/6
আইনি ও নিরাপদ উপায়সর্বদা চেষ্টা করুন ইনস্টাগ্রাম-এর নিজস্ব বা ক্রিয়েটারের পারমিশন-ভিত্তিক পদ্ধতি ব্যবহার করতে। তৃতীয়-পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করলে সেটা প্রাইভেসি ও কপিরাইট-সম্পর্কিত ঝুকি তৈরি করতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Tech News: ইনস্টাগ্রাম রিল সেভ করতে গিয়ে বিপদে পড়ছেন? জানুন সঠিক পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল