OnePlus Phone: বাজারে OnePlus-এর নতুন ফোন! অথচ এত সস্তায়? চোখ ধাঁধানো সব ফিচার, দাম দেখে নিন
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
OnePlus Nord CE 4 Lite: বেস মডেলে 8GB LPDDR4x RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর দাম ১৯,৯৯৯ টাকা। অন্য মডেলে 8GB LPDDR4x RAM এবং 256GB স্টোরেজ রয়েছে, যার দাম ২২,৯৯৯ টাকা।
advertisement
1/8

ভারত নতুন স্মার্টফোন লঞ্চ করল OnePlus। মডেলের নাম OnePlus Nord CE 4 Lite। বক্সি ডিজাইন আর দুর্দান্ত সব ফিচার রয়েছে নয়া মডেলে। দামেও সস্তা। গত বছর লঞ্চ হওয়া OnePlus Nord CE 3 Lite ভেরিয়েন্টের তুলনায় এর ডিজাইন বেশ আলাদা।
advertisement
2/8
কোম্পানি হার্ডওয়্যারেও অনেক আপগ্রেড করেছে, এর মধ্যে রয়েছে AMOLED ডিসপ্লে এবং 5500 mAh ব্যাটারি। ২৭ জুন থেকে ভারতের বাজারে এই মডেলের বিক্রি শুরু হবে।
advertisement
3/8
OnePlus Nord CE 4 Lite মডেল দু’টি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। বেস মডেলে 8GB LPDDR4x RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর দাম ১৯,৯৯৯ টাকা।
advertisement
4/8
অন্য মডেলে 8GB LPDDR4x RAM এবং 256GB স্টোরেজ রয়েছে, যার দাম ২২,৯৯৯ টাকা। দু’রকম স্টোরেজ ভেরিয়েন্টের পাশাপাশি তিনরকম কালার ভেরিয়েন্টেও পাওয়া যাচ্ছে OnePlus Nord CE 4 Lite। সেগুলি হল সুপার সিলভার, মেগা ব্লু এবং আলট্রা অরেঞ্জ।
advertisement
5/8
OnePlus Nord CE 4 Lite-এর স্পেসিফিকেশন: OnePlus Nord CE 4 Lite –এ 6.6 ইঞ্চির 120 Hz AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজোলিউশন 1080-2400 পিক্সেল। অ্যাসপেক্ট রেশিও 20:9। নিট পিক ব্রাইটনেস 1200।
advertisement
6/8
OnePlus CE4 Lite-এর প্রসেসর এবং RAM: OnePlus CE4 Lite-এ Qualcomm Snapdragon 695 5G চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে 8GB LPDDR4X RAM এবং দু’টি স্টোরেজ ভেরিয়েন্টে মিলছে। ডিভাইসটি OxygenOS 14.0 ভিত্তিক Android 14-এ কাজ করে। ২ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট করা যাবে।
advertisement
7/8
OnePlus CE4 Lite-এর ক্যামেরা সেটআপ: OnePlus CE4 Lite-এ 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যাতে রয়েছে Sony LYT-600 সেন্সর, CAF এবং PDAF অটোফোকাস সিস্টেম। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সমর্থিত। এতে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ-অ্যাসিস্ট ক্যামেরা। OnePlus-এর এই হ্যান্ডসেটে 16 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
advertisement
8/8
OnePlus Nord CE 4 Lite -এর ব্যাটারি: OnePlus Nord CE 4 Lite-এ রয়েছে 5,500 mAh ব্যাটারি, যা 80W SUPERVOOC ফাস্ট চার্জারের সঙ্গে আসে। এর ফলে ইউজাররা দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর রেটিং IP54। পাশাপাশি এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হয়েছে।