Smartphones Charging Hack: চার্জার ছাড়াই যেকোনও জায়গায় করা যাবে মোবাইল চার্জ! শিখে নিন তিনটি দুর্দান্ত কৌশল
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Smartphones Charging Hack: চার্জার সঙ্গে নেই? চিন্তার কিছু নেই। এই তিন উপায় জানা থাকলে চার্জার ছাড়াই হবে মোবাইল চার্জ! চমকে যাবেন
advertisement
1/7

হাতের স্মার্টফোন আর তার জন্য বরাদ্দ চার্জার—এই দু’টি ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব নয়। বর্তমান পৃথিবীর অবস্থা এমনই। কিন্তু পরিস্থিতি কখনও এমন হতেই পারে যখন কোনও স্মার্টফোন ব্যবহারকারীর কাছে চার্জার নেই। এদিকে স্মার্টফোনের ব্যাটারিও কমে আসছে ক্রমশ। photo source collected
advertisement
2/7
তবে এই পরিস্থিতিতেও খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ, এমন কিছু কৌশল আমরা ব্যবহার করতে পারি, যা চার্জার ছাড়াই ফোন চার্জ করতে সাহায্য করতে পারে। যদিও এই ভাবে চার্জ করার জন্য অন্য কারও সাহায্যের প্রয়োজন হবে।photo source collected
advertisement
3/7
রিভার্স চার্জিং— এমন পরিস্থিতিতে আমরা অনেক সময়ই পড়ি, যখন হাতের কাছে না থাকে চার্জার, না পাওয়ার ব্যাঙ্ক। এদিকে মোবাইলের ব্যাটারি দ্রুত কমে যাচ্ছে। ঠিক সেই সময় উদ্ধার করতে পারে রিভার্স চার্জিং পদ্ধিতে। এই পদ্ধতিতে নিজের স্মার্টফোনটি চার্জ করে নেওয়া সম্ভব।photo source collected
advertisement
4/7
ইদানীং, রিভার্স চার্জিং সাপোর্ট করে এমন প্রচুর স্মার্টফোন পাওয়া যায়। এমনকী বাজেট রেঞ্জেও পাওয়া যায় এই ধরনের ফোন। সেক্ষেত্রে বিপদে পড়লে রিভার্স চার্জিংয়ের জন্য আশেপাশের কোনও ব্যক্তির কাছে সাহায্য চাইতে হতে পারে। তবে এইভাবে চার্জ করার জন্যও একটি তারের প্রয়োজন হবে।photo source collected
advertisement
5/7
ওয়্যারলেস চার্জিং— সঙ্গে যদি তার না থাকে, তাহলে ওয়্যারলেস চার্জিং করতে হবে। কিন্তু, যদি কারও ফোন ওয়্যারলেস চার্জিং সাপোর্ট না করে, তাহলে কী করা যাবে দেখে নেওয়া যাক—photo source collected
advertisement
6/7
একটি বিশেষ কৌশল করতে হবে। আশপাশে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এমন ফোন খুঁজতে হবে। তার মাধ্যমেই যেকোনও জরুরি অবস্থায় ওয়্যারলেস চার্জিং করা সম্ভব। এখন Apple, Samsung এবং OnePlus-এর মতো অনেক স্মার্টফোন নির্মাতা সংস্থা তাদের ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দিয়ে থাকে।photo source collected
advertisement
7/7
ইউএসবি পোর্ট চার্জিং— কারও কাছে যদি চার্জার না থাকে, তাহলে তিনি তাঁর ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জিং করতে পারেন। এর অর্থই হল, একটি ইউএসবি পোর্ট-সহ ল্যাপটপ, কম্পিউটার বা অনুরূপ কোনও ডিভাইস থেকে নিজের ফোন চার্জ করে নেওয়া যায় যেকোনও সময়।photo source collected