Smartphone Tips: ফোন থেকে ব্যক্তিগত তথ্য চুরি করছে আনইনস্টলড অ্যাপ? কীভাবে দেখবেন, কী করবেন জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Smartphone Tips: আনইনস্টল করলেও মোবাইল ডেটা টেনে চলে অ্যাপ, পুরোপুরি বন্ধ করতে কী করবেন জেনে নিন এখনই 1894149 uploaded
advertisement
1/6

স্মার্টফোনে কেনার সময় থাকেই অনেক অ্যাপ প্রিলোড করা থাকে। সেগুলোর সবকটাই যে ইউজারের কাজে লাগে, এমনটা জোর দিয়ে বলা যাবে না। আবার, ডাউনলোড করলেও আনইনস্টল করে দিয়েছেন ইউজার, এমন অ্যাপও থাকে। ইউজার মনে করেন যে ক্যাশে এবং ডেটা ক্লিয়ার করে অ্যাপ আনইস্টল করে দিলেই বাঁচোয়া, আসলে কিন্তু ব্যাপারটা তা নয়।
advertisement
2/6
আনইস্টল করে দেওয়ার পরেও এই অ্যাপগুলো মোবাইল ডেটা টানতে থাকে। এতে ইউজারের অসুবিধা দুই রকমের। তার মধ্যে প্রথমটা যদি হয় ডেটা লস, দ্বিতীয়টা প্রাইভেসি। মানে, গোপন বিষয় আর গোপনে থাকছে না।
advertisement
3/6
সেই জন্যই কোনও অ্যাপ আনইনস্টল করে দিলেই ঝামেলা শেষ হয়ে যায় না। তা বরাবরের মতো ডিলিট করা দরকার। অনেকেই ভাববেন যে আনইনস্টল করার পর অ্যাপ তো হোম পেজ থেকে উধাও হয়ে গেল, এবার সেটা ডিলিট কী করে করা যাবে!
advertisement
4/6
এখানে রইল সেই পদ্ধতি, দেখে নেওয়া যাক ধাপে ধাপে। তেমন চিন্তা করার কিছু নেই, পুরোটাই কয়েকটা ক্লিক পর পর শুধু করে যাওয়া। তাতেই আনইনস্টল করে দেওয়া অ্যাপ জব্দ হবে চিরতরে, তার মোবাইল ডেটা টানা একেবারে বন্ধ হয়ে যাবে।
advertisement
5/6
- ফোনের সেটিংস থেকে গুগল অপশনে ক্লিক করতে হবে। এর পর ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট-এ যেতে হবে। - এবার ক্লিক করতে হবে ডেটা অ্যান্ড প্রাইভেসি-তে। - নীচে পাওয়া যাবে থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস অপশন।
advertisement
6/6
- এখানে ফোনে এখনও যে অ্যাপগুলো রয়েছে এবং যেগুলো আনইস্টল করা হয়েছে, সবকটাই খুঁজে পাওয়া যাবে। - বেছে নিতে হবে আনইনস্টল অ্যাপ অপশন। - শেষ ধাপে ডিলিট অ্যাকসেস অ্যান্ড কানেকশন-এ ক্লিক করলেই নিশ্চিন্ত থাকা যাবে, বন্ধ হয়ে যাবে মোবাইল ডেটা শেয়ারিং।