TRENDING:

PC Tricks : গোপন ভিডিও, ছবি থাকুক আরও গোপনে! এই শর্ট কোড জানা থাকলে খুঁজে পাবে না কেউ

Last Updated:
উইন্ডোজ ৮, ১০ অথবা ১১'এ এটা সম্ভব। ল্যাপটপ বা ডেস্কটপ, দু'ক্ষেত্রেই এই প্রক্রিয়া করা যাবে।
advertisement
1/5
গোপন ভিডিও, ছবি থাকুক আরও গোপনে! এই শর্ট কোড জানা থাকলে খুঁজে পাবে না কেউ
অনেক সময় কম্পিউটারে কোনও গুরুত্বপূর্ণ বা গোপন তথ্য রাখার প্রয়োজন পড়ে। তার জন্য আলাদা করে তৈরি করা হয় ফোল্ডার । কিন্তু সেই ফোল্ডারের নাম দিতে গিয়ে তৈরি হয় সমস্যা।
advertisement
2/5
তবে আপনার উইন্ডোজ কম্পিউটারের এই শর্টকাট জানা থাকলে, সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই। তৈরি করতে পারবেন নামহীন ফোল্ডার। যেখানে নিশ্চিন্তে রাখতে পারবেন আপনার গোপনীয় ফটো, ভিডিও, বা ডকুমেন্ট।
advertisement
3/5
কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষজ্ঞ তন্ময় বেরা জানিয়েছেন, উইন্ডোজ ৮, ১০ অথবা ১১'এ এটা সম্ভব। ল্যাপটপ বা ডেস্কটপ, দু'ক্ষেত্রেই এই প্রক্রিয়া করা যাবে। কিন্তু তার জন্য আপনার প্রয়োজন পড়বে ফুল সাইজ কিবোর্ড। অর্থাৎ যে কিবোর্ডে আলফাবেটের পাশাপাশি আলাদা করে নিউমেরিক প্যাডও থাকবে।
advertisement
4/5
এর জন্য ডেক্সটপ অথবা সিলেক্টেড ড্রাইভ, যেখানে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে চান, সেখানে প্রথমেই আপনাকে রাইট ক্লিক করে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তারপর সেই ফোল্ডারটির রিনেম অপশন বেছে নিতে হবে। এরপর সেই ফোল্ডারের ডিফল্ট নাম মুছে দিতে হবে।
advertisement
5/5
এরপর নাম ছাড়া ফোল্ডার ক্রিয়েট করতে হলে ব্যবহার করতে হবে শর্ট কোড। এর জন্য আপনাকে প্রথমেই কিবোর্ডের 'Alt' কি প্রেস করতে হবে। 'Alt' কি চেপে ধরে আপনাকে নিউমেরিক প্যাড থেকে টাইপ করতে হবে ০১৬০। তারপর এন্টার মেরে সেভ করে দিন। দেখুন নাম ছাড়া ফোল্ডার সেভ হয়ে গিয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
PC Tricks : গোপন ভিডিও, ছবি থাকুক আরও গোপনে! এই শর্ট কোড জানা থাকলে খুঁজে পাবে না কেউ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল