TRENDING:

বাজারে এল Samsung Galaxy Tab S6 Lite, কম দামে দুর্দান্ত ফিচার্স

Last Updated:
জেনে নিন Galaxy S6 lite ট্যাবের দাম ও ফিচার্স
advertisement
1/7
বাজারে এল Samsung Galaxy Tab S6 Lite, কম দামে দুর্দান্ত ফিচার্স
সোমবার ভরতে লঞ্চ হল Samsung-এর নতুন ট্যাব Galaxy S6 lite। আগেই ইন্দোনেশিয়ায় আর চিনে বিক্রি শুরু হয়ে গিয়েছে Samsung Galaxy S6 lite ট্যাব। ইতিমধ্যেই সোমবার দুপুর থেকে অ্যামাজনে এই ট্যাবের প্রি-বুইং শুরু হয়ে গিয়েছে। জেনে নিন এর দাম ও ফিচার্স
advertisement
2/7
Samsung Galaxy S6 lite ট্যাবে রয়েছে ১০.৪ ইঞ্চি WUXGA (১২০০ X ২০০০ পিক্সেল) টিএফটি ডিসপ্লে। Galaxy S6 lite ট্যাবে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে One UI 2।
advertisement
3/7
Samsung Galaxy S6 lite ট্যাবের ভিতরে রয়েছে octa-core Snapdragon 855 (7 nm) প্রসেসর, সঙ্গে রয়েছে ৪ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ট্যাবের মেমোরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব।
advertisement
4/7
Samsung Galaxy S6 lite ট্যাবে ছবি তোলার জন্য দুটি ক্যামেরা রয়েছে। ৮ মেগাপিক্সেলের অটো ফোকাস লেন্স আর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনের ভিরতে রয়েছে ৭০৪০mAh ব্যাটারি। একবার ফুল চার্জ দিলে ১২ ঘণ্টা ইন্টারনেট ব্যবহার করতে পাড়বেন।
advertisement
5/7
Samsung Galaxy S6 lite ট্যাবে সঙ্গে রয়েছে S Pen। এই পেনে রয়েছে ০.৭এমএম টিপ আর এর ওজন ৭.০৩ গ্রাম। এই ট্যাবের আকর্ষণ এর Dolby Atmos 3D সারাউন্ড সাউন্ড। এই ট্যাবের ওজন ৪৬৭ গ্রাম।
advertisement
6/7
কানেক্টিভিটির জন্য Galaxy S6 lite ট্যাবে রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.০, GPS/ A-GPS,সুবিধা, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক আর মাইক্রো-ইউএসবি স্লট।
advertisement
7/7
Galaxy S6 lite ট্যাবের দাম শুরু হচ্ছে ২৭ হাজার টাকা থেকে। এই মডেলে শুধু ওয়াইফাই সাপোর্ট করবে। আর LTE মডেলের দাম ৩১,৩৯৯৯ টাকা। তিনটি রঙে পাওয়া যাবে Galaxy S6 lite - আঙ্গোরা ব্লু, শিফন পিঙ্ক আর অক্সফোর্ড গ্রে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
বাজারে এল Samsung Galaxy Tab S6 Lite, কম দামে দুর্দান্ত ফিচার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল